Image

ইংল্যান্ডের কাছে হারের কারণ জানালেন বাংলাদেশ অধিনায়ক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইংল্যান্ডের কাছে হারের কারণ জানালেন বাংলাদেশ অধিনায়ক

ইংল্যান্ডের কাছে হারের কারণ জানালেন বাংলাদেশ অধিনায়ক

ইংল্যান্ডের কাছে হারের কারণ জানালেন বাংলাদেশ অধিনায়ক

স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়ের আত্মবিশ্বাস ইংল্যান্ডের বিপক্ষে কাজে লাগাতে পারলোনা বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের কাছে ২১ রানে পরাজিত হয়েছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হারের কারণ ব্যাখ্যা করেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ইংল্যান্ডকে হারানোর সুযোগ হাতছাড়া করায় আফসোস করছেন জ্যোতি। সেই সাথে ইংলিশদের কম রানে বেঁধে ফেলায় প্রসংশা করেছেন বেলারদের। জ্যোতি বলেন,

"আমরা একটি ভালো দলকে হারানোর ভালো সুযোগ হাতছাড়া করেছি। আমাদের বোলাররা তাদের কম রানে বেঁধে রাখতে দারুণ কাজ করেছে। পাওয়ার-প্লেতে তারা যেভাবে শুরু করেছিল তবে আমরা খেলা নিয়ন্ত্রণে রেখেছিলাম।"

ভালো বোলিং করেও ব্যাটিং ব্যর্থতার কারণে হেরে যা বাংলাদেশ, জানালেন বাংলাদেশের অধিনায়ক, "এই ধরনের পিচে আমাদের একটি ভালো জুটির প্রয়োজন ছিল। পাওয়ার-প্লেতে আমরা রান পাইনি। ভুল সময়ে আউট হয়েছি।"

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে একা লড়েছেন সোবহানা মোস্তারি। তিনি করেন ৪৮ বলে ৪৪ রান। সোবহানা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বাদে আর কেউই দুই অংকের রানে পৌঁছাতে পারেননি। সোবহানা মোস্তারির প্রসংশা করে জ্যোতি বলেন, "সোবহানা মোস্তারি সত্যিই ভাল খেলেছে, শেষ ম্যাচেও। সে ধারাবাহিকতা বজায় রেখেছে এবং আশা করি সে আগামী ম্যাচগুলোতেও তাই করবে।"

Details Bottom