Image

এসিসির মিটিংয়ে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ নিয়ে আলোচনা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এসিসির মিটিংয়ে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ নিয়ে আলোচনা

এসিসির মিটিংয়ে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ নিয়ে আলোচনা

এসিসির মিটিংয়ে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ নিয়ে আলোচনা

বাংলাদেশের আফগানিস্তান সফর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে। আইসিসির সভাপতি জয় শাহের সভাপতিত্বে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এসিসির এই বৈঠক। সেই বৈঠকে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ছাড়াও এশিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এসিসির বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি। বাংলাদেশের আফগানিস্তান সফর চূড়ান্ত হওয়ার সাথে সাথে সব ফরম্যাটেই মুখোমুখি হবে এই দুই দল। আফগানিস্তান সফরের ব্যাপারে বাংলাদেশ থেকে ইতিবাচক সাড়া এসেছে। তাই মনে করা হচ্ছে সিরিজটি পরিকল্পনা মতোই এগোবে।

বৈঠকের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এসিসির ইভেন্ট আয়োজনে আগ্রহ প্রকাশ করা। বৈঠকে ২০২৬ সালের এশিয়ান গেমস সম্পর্কিত বিভিন্ন ক্রিকেট বিষয়ক বিষয়েও আলোকপাত করা হয়। 

এছাড়াও এসিসির ভবিষ্যত টুর্নামেন্ট ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত মিডিয়া সত্ত্বাধিকার এবং এসিসির কার্যক্রমে নতুন দেশের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three