Image

বাংলাদেশ সিরিজের আগে বাবর আজমদের এনওসি দিবেনা পিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ সিরিজের আগে বাবর আজমদের এনওসি দিবেনা পিসিবি

বাংলাদেশ সিরিজের আগে বাবর আজমদের এনওসি দিবেনা পিসিবি

বাংলাদেশ সিরিজের আগে বাবর আজমদের এনওসি দিবেনা পিসিবি

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার কথা আছে পাকিস্তানের তিন ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদির। তবে লিগে তাদের অংশগ্রহণ এখন অনিশ্চিত।  পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভী ঘোষনা করেছেন বিদেশী লিগ খেলার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেয়া হবেনা।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। আগস্টে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে এই সিরিজ। ওয়ার্কলোড বিবেচনা করে বাংলাদেশ সিরিজে বিশ্রামে রাখা হতে পারে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি এবং হারিস রউফকে। 

কিন্তু তা সত্ত্বেও তাদের টেস্ট সিরিজের আগে কোনো লিগ খেলার জন্য অনাপত্তিপত্র দেয়া হবেনা বলে জানিছেন মহসিন নাকভী। 

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থ পারফরম্যান্সে বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভী। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড় নির্বাচনের জন্য নতুন মানদণ্ড নির্ধারণ করে নির্বাচকদের দায়বদ্ধতার উপর জোর আরোপ করেছেন তিনি।

পিসিবি প্রধান আরও ঘোষণা করেছেন যে, যেসব আন্তর্জাতিক খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করবেন না তাদের আবার জাতীয় দলে নেয়া হবেনা। যদিও বাবর আজমকে অধিনায়ক থেকে সরিয়ে দেয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

পাকিস্তান ক্রিকেটের সমর্থকদের উপর ও কঠোর সিন্ধান্ত নিয়েছেন নাকভী। পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি কোনো সমর্থকের যে কোনো দুর্ব্যবহারকারীকে আইনের আওতায় আনা হবে।

Details Bottom