Image

হারের কারণ বললেন শান্ত, তার নিজের আউট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হারের কারণ বললেন শান্ত, তার নিজের আউট

হারের কারণ বললেন শান্ত, তার নিজের আউট

হারের কারণ বললেন শান্ত, তার নিজের আউট

ফরম্যাট যেটাই হোক বাংলাদেশের ব্যাটিংয়ের বেহালদশা বহাল তবিয়তে চলছেই। ১২০ রানে ৩য় উইকেটের পতনের পর মাত্র ২৩ রান যোগ করতেই বাকি ৭ টা উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ফলাফল, ৯২ রানের লজ্জার হার। এমন পরাজয়ের পরও ঘুরে দাঁড়াতে বিশ্বাসী অধিনায়ক শান্ত। ম্যাচ শেষে জানিয়েছেন হারের কারণ তার উইকেট। ফিফটির পথে থাকা শান্ত আউট হন ৪৭ রানে, এরপর ধ্বংসস্তূপ হয়ে যায় দলের ব্যাটিং অর্ডার। 

সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ তিনজনই উইকেটে থিতু হয়েছিলেন কিন্তু ইনিংস বড় করতে পারেননি। দুর্দান্ত শুরুর পর ব্যক্তিগত ৩৩ রানে ফিরে গেছেন সৌম্য। শান্ত-মিরাজের ৫৫ রানের জুটি ভেঙে ৪৭ রানে ফিরে বিদায় নেন অধিনায়ক শান্ত। একটু বাদেই মিরাজ আউট হন ২৮ রান করে।

সেট হয়েও বড় রান করতে না পারার আক্ষেপ প্রকাশ করে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, "আজকের খেলায় আমার উইকেটই পার্থক্য গড়ে দিয়েছে। আমি সেট ব্যাটার ছিলাম, মিরাজ এমনকি সৌম্যও, আমরা ৩০-৪০ রান করেছি। এই কন্ডিশনে আপনাকে বেশিক্ষণ ব্যাট করতে হবে।"

আফগানিস্তানের স্পিনার আল্লাহ গাজানফার একাই ধ্বসিয়ে দিয়েছেন টাইগার ব্যাটিং লাইনআপকে। ২৬ রান খরচা করে নিয়েছেন ৬ উইকেট। হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়। তার সম্পর্কে শান্ত বলেন, "আফগানিস্তান দলে সবসময়ই রহস্যময় স্পিনার থাকে, গজানফার সত্যিই ভালো বোলিং করেছে।"

বোলিংয়ে ভালো শুরু করেও নবীর দুর্দান্ত ব্যাটিংয়ে তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এ ব্যাপারে শান্ত বলেন, "বোলিংয়ে আমরা খুব ভালো শুরু করেছিলাম, প্রথম ১৫-২০ ওভার। কিন্তু মিডল ওভারগুলোতে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। দুর্দান্ত ব্যাটিং করেছেন নবী।''

পরের ম্যাচে ফিরে আসার প্রত্যাশা বাংলাদেশ অধিনায়কের, "প্রস্তুতি দুর্দান্ত ছিল কিন্তু আজ আমাদের দিন ছিল না, আশা করি আমরা পরের ম্যাচে শক্তিশালীভাবে ফিরে আসতে পারব।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three