Image

১৭ উইকেটের উদ্বোধনী দিনে অনবদ্য জোসেফ, মুল্ডার ও বার্গার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
১৭ উইকেটের উদ্বোধনী দিনে অনবদ্য জোসেফ, মুল্ডার ও বার্গার

১৭ উইকেটের উদ্বোধনী দিনে অনবদ্য জোসেফ, মুল্ডার ও বার্গার

১৭ উইকেটের উদ্বোধনী দিনে অনবদ্য জোসেফ, মুল্ডার ও বার্গার

গায়ানায় ম্যাচের প্রথম দিনেই পড়েছে ১৭ উইকেট। আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ১৬০ রানে। ৩৩ রানে ৫ উইকেট নেন শামার জোসেফ। দিনের বাকি অংশে ব্যাটিংয়ে নেমে ৯৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে ম্যাচের প্রথম দিনে ১৭ উইকেটের বিপরীতে রান উঠেছে ২৫৭। আগামীকাল নতুন করে শুরু করার চেষ্টা হবে যেকোনো দলের লক্ষ্য।

গায়ানাতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। কেমার রোচের বদলে ক্যারিবীয় একাদশে আসেন শামার জোসেফ। এই জোসেফেরই আগুন বোলিংয়ে মেরুদন্ড ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের। জোসেফ এদিন ১৪ ওভার বল করে নিয়েছেন পাঁচটি উইকেট। চার মেডেন ওভারের পাশাপাশি রান খরচ করেন কেবল ৩৩।

মার্করাম, বাভুমা, বেডিংহাম, ভেরেইনে এবং কেশব মহারাজকে শিকার করে ফাইফারের দেখা পান জোসেফ। মার্করাম ১৪,বাভুমা ০, বেডিংহ্যাম ২৮, ভেরেইনে ২১ এবং মহারাজ ০ রান করে আউট হয়েছেন। দক্ষিণ আফ্রিকা শেষ উইকেট জুটিতে ৬৩ রান যোগ করে। ফলে শেষ পর্যন্ত তারা ১৬০ রান করতে সমর্থ হয়েছে।

এরপর ওয়েস্ট ইন্ডিজকেও বড় পরীক্ষায় ফেলে দক্ষিণ আফ্রিকার বোলারররা। দিনের শেষ সেশনে ২৮.২ ওভার খেলা স্বাগতিকরা করতে পারে কেবল ৯৭ রান। আর এই রান করতেই তারা হারিয়ে বসে ৭ উইকেট। দিনশেষে ৩৩ রানে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। আউট হওয়া বাকি ব্যাটারদের মধ্যে দুই অংকের ঘর ছুঁয়েছেন কিসি কার্টি (২৬) ও গুদাকেশ মতি (১১)। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three