Image

মার্ক উডের বদলি ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার হাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মার্ক উডের বদলি ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার হাল

মার্ক উডের বদলি ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার হাল

মার্ক উডের বদলি ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার হাল

উরুর চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে বাকি দুই টেস্টে খেলতে পারবেন না মার্ক উড। বিকল্প হিসাবে দলে ডাকা হয়েছে ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা বাঁহাতি পেসার জশ হালকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনে চোট পান ইংল্যান্ডের পেসার মার্ক উড, শেষ দিনে বল করতে পারেননি। 

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানায়, ডান উরুর পেশিতে চোট ধরা পড়েছে মার্ক উডের। এর ফলে সিরিজের বাকি অংশ থেকে তিনি ছিটকে গেছেন। বাকি দুই ম্যাচে আর খেলতে পারবেন না উড। তার ইনজুরিতে বদলি হিসাবে প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পেলেন তরুণ বাঁহাতি পেসার জশ হাল।

ওলি স্টোনকে দলে ফেরানোর দরজা খুলে দিয়েছেন। উদ্বোধনী টেস্টে ইংল্যান্ড জিতেছে পাঁচ উইকেটে। লর্ডসে ২৯ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। স্টোনকে সেরা একাদশে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ২টি টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে আসা ২০ বছর বয়সী আনক্যাপড পেসার হালের লিস্ট-এ ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলারও খুব বেশি অভিজ্ঞতা নেই। তিনি এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচে সংগ্রহ করেছেন মোট ১৭ উইকেট। ২১ টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে হালের নামের পাশে আছে আরও ২৩টি উইকেট।

ইংল্যান্ডের টেস্ট দল:ওলি পোপ (অধিনায়ক), বেন ডাকেট, ড্যান লরেন্স, জো রুট, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, ম্যাথু পটস, ওলি স্টোন ও জশ হাল।

Details Bottom