অধিনায়কের বিশ্বাস, সাকিব পাকিস্তান সিরিজে বিশেষ কিছু করবে
অধিনায়কের বিশ্বাস, সাকিব পাকিস্তান সিরিজে বিশেষ কিছু করবে
অধিনায়কের বিশ্বাস, সাকিব পাকিস্তান সিরিজে বিশেষ কিছু করবে
২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে পাকিস্তান-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। এর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানুষের বর্তমান অবস্থা ও সাকিব আল হাসানের ইস্যুতে কথা বলেছেন। সাকিবকে ড্রেসিংরুমে ক্রিকেটার হিসাবেই চেনে পুরো দল। শান্তর আশা এই সিরিজে বিশেষ কিছু করবে অলরাউন্ডার সাকিব।
জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে যা হয়েছে, তা একটি বৈপ্লবিক পরিবর্তন। দেশে একটা গণ-অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে চলছে বাংলাদেশ। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। নতুন সরকার গঠন হয়েছে এবং দেশের পরিস্থিত স্বাভাবিক হচ্ছে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক শান্তর চাওয়া দেশের মানুষ ভালো থাকুক, তাদের খেলাগুলো যেন ঠিকভাবে হোক।
'গত বেশ কয়েকদিন আমাদের খুবই কঠিন সময় গিয়েছে। খুবই দুঃখজনক। সবাই খুবই স্ট্রাগল করেছে। যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে সার্বিকভাবে যেই পরিস্থিতি ছিল। প্রতিটা পরিবারের জন্য, প্রতিটা মানুষের জন্য অনেক কঠিন ছিল। আশা করছি, সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারব। ক্রিকেটার হিসেবে আমরা চাই যে, আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।'
সাকিব আওয়ামী লীগ দলের সংসদ সদস্য ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নাটকীয় ছাত্র-নেতৃত্বাধীন জাতীয় অভ্যুত্থানের পর বাংলাদেশের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। যার ফলে, সাকিব এমপির দায়িত্ব হারিয়েছেন। দেশের চলমান পরিস্থিতিতে দেশে না ফিরে সরাসরিই পাকিস্তানে উড়ে গিয়েছেন সাকিব। এখন পুরোদমে মনোযোগ রাখছেন ক্রিকেটেই। সাকিব আল হাসানের ফর্মহীনতা কেটে যাবে হয়তো এই সিরিজেই। অধিনায়ক শান্তর এমনই বিশ্বাস,
'না, আমার তেমন মনে হয় না। কারণ সে পেশাদার ক্রিকেটার এবং আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবে ট্রিট করি সত্যি বলতে। দীর্ঘ দিন ধরে সে এই খেলাটি খেলে। তাই সে নিজের দায়িত্ব জানে এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। তো আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি, এই সিরিজে সে বিশেষ কিছু করবে।'