Image

ভোটের মাঠের অভিষেকেও বাজিমাত ইউসুফ পাঠানের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভোটের মাঠের অভিষেকেও বাজিমাত ইউসুফ পাঠানের

ভোটের মাঠের অভিষেকেও বাজিমাত ইউসুফ পাঠানের

ভোটের মাঠের অভিষেকেও বাজিমাত ইউসুফ পাঠানের

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক। ওপেন করতে নেমে ৮ বলে ১৫ রানের ইনিংস খেলে ভারতকে ভালো সূচনা এনে দিয়েছিলেন ইউসুফ পাঠান। পরে ১ ওভার হাত ঘুরিয়ে দেন মাত্র ৫ রান। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। ম্যাচসেরা হন তাঁর ছোট ভাই ইরফান পাঠান। 

অভিষেকেই জয়ের দেখা পাওয়ার অভিজ্ঞতা তাই ইউসুফ পাঠানের আছে। রাজনীতির ময়দানেও তার ব্যতিক্রম হল না। প্রথমবার মাঠে নেমেই বাজিমাত। ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বহররমপুর আসনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়েছিলেন ইউসুফ পাঠান। 

সেখানে তাঁর মুল প্রতিপক্ষ ছিলেন হেভিওয়েট প্রার্থী, ভারতীয় কংগ্রেসের বারবার নির্বাচিত সাংসদ, গেলবারের বিরোধীদলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী।

আজ (৪ জুন) আনুষ্ঠানিক ফল ঘোষণার পর জয়ী হয়েছেন ইউসুফ পাঠান। তিনি ভোট পেয়েছেন ৫ লাখ ২৪ হাজার ৫১৬ টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধীর রঞ্জন চৌধুরী পেয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৯৪ টি। 

৮৫ হাজার ২২ ভোটে জয়লাভ করে লোকসভার সদস্য হয়ে সংসদে যাবেন ইউসুফ পাঠান।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটার হিসাবে ২০০৭ এ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২০১১ তে ৫০ ওভারি বিশ্বকাপও জেতেন ইউসুফ পাঠান। তাই রাজনীতির মাঠেও তাঁর সফলতার গল্প লম্বা সময় ধরে চললে অবাক হবার সুযোগ নেই। 

Details Bottom