Image

লক্ষ্ণৌতে উইলির বদলি হিসেবে সুযোগ মিলল হেনরির

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লক্ষ্ণৌতে উইলির বদলি হিসেবে সুযোগ মিলল হেনরির

লক্ষ্ণৌতে উইলির বদলি হিসেবে সুযোগ মিলল হেনরির

লক্ষ্ণৌতে উইলির বদলি হিসেবে সুযোগ মিলল হেনরির

ডেভিড উইলির বদলি হিসেবে ফাস্ট বোলার ম্যাট হেনরিকে দলে ডেকেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। উইলির ব্যাপারে আইপিএলের শুরুতে ব্যক্তিগত কারণে থাকতে পারবেন না, এমন খবর প্রকাশ হয়েছিল প্রথমে। তবে এবার পুরো টুর্নামেন্ট থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন উইলি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২ মৌসুম কাটিয়েছেন উইলি। এরপর গত বছরের নিলামে বাঁহাতি এই বোলারকে লক্ষ্ণৌ কিনে নেয় ২ কোটি রুপিতে। এবারের মৌসুম খেলবেন বলে গত দুই মাস থেকেই দৌড়ে ছিলেন উইলি।

এর আগে সংযুক্ত আরব আমিরাত লিগে আবু ধাবি নাইট রাইডার্স এবং পাকিস্তান প্রিমিয়ার লিগে মুলতান সুলতান্সের হয়ে খেলেছেন। তার আগে বিশ্বকাপ খেলার জন্য ভারতে ছিলেন এই বোলার।

হেনরি, তাঁকে ১.২৫ কোটি রুপিতে কিনে নেয় লক্ষ্ণৌ। আইপিএলে আসার আগে তিনি ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছেন। এর আগে ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন হেনরি। যেখানে ২৮.৬৩ গড়ে ১১ টি উইকেট সংগ্রহ করেন তিনি।

সবিমিলিয়ে ১৩১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হেনরি। যেখানে শিকার করেছেন ১৫১ টি উইকেট। এরমধ্যে থেকে মাত্র ২ টি ম্যাচ খেলেছেন আইপিএলে। ২০১৭ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ম্যাচ দু'টিতে মাত্র ৫ ওভার করেন, সংগ্রহ করেন একটি উইকেট।

হেনরি এই মৌসুমের নিলামে নাম প্রদান করেছিলেন। তবে অবিক্রীত ছিলেন। এর আগে চেন্নাই সুপার কিংস স্কোয়াডের অংশ হিসেবেও ছিলেন। কিন্তু ম্যাচ খেলার সুযোগ হয়নি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three