Image

ক্রিকেটার থেকে বিসিবি প্রেসিডেন্ট; ফারুক আহমেদের ‘লক্ষ্য অনেক বড়'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ক্রিকেটার থেকে বিসিবি প্রেসিডেন্ট; ফারুক আহমেদের ‘লক্ষ্য অনেক বড়'

ক্রিকেটার থেকে বিসিবি প্রেসিডেন্ট; ফারুক আহমেদের ‘লক্ষ্য অনেক বড়'

ক্রিকেটার থেকে বিসিবি প্রেসিডেন্ট; ফারুক আহমেদের ‘লক্ষ্য অনেক বড়'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অবশেষে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। দীর্ঘ এক যুগের পথচলা শেষ হলো নাজমুল হাসানের। এবার তার চেয়ারে বসলেন ফারুক আহমেদ, বিসিবির ১৫তম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক এবার সামলাবেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দায়িত্ব। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা কোনো ক্রিকেটার এই প্রথম বোর্ড সভাপতি হলেন।

আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবি আয়োজিত পরিচালকদের জরুরি সভার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে সভায় ভার্চুয়ালিও উপস্থিত হননি নাজমুল হাসান পাপন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবির বেশিরভাগ পরিচালককে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তাদের কয়েকজন দেশের বাইরে আছেন বলে জানা গেছে। সভাপতি নিজেও আছেন দেশের বাইরে। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মেইলের মাধ্যমে নাজমুল হাসান পদত্যাগ করেন। 

ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে সভায় উপস্থিত পরিচালকদের রায়ে নতুন সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে পরিচালক হন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বিসিবিতে প্রেসিডেন্টের চেয়ারে বসা প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেটার। এনএসসি মনোনীত কাউন্সিলর হিসাবে  পদত্যাগ করা জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদ প্রথমে হন পরিচালক। এরপর ভোটের মাধ্যমে তাকে সভাপতি নির্বাচন করা হয়। 

৫৮ বছর বয়সী ফারুক আহমেদ বাংলাদেশের পক্ষে ৭ টি ওয়ানডে খেলেছেন। ২০০৩ থেকে ২০০৭ অব্দি বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হিসাবে কাজ করা ফারুক আহমেদ ২০১৩ সালে দ্বিতীয় মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন। তবে ২০১৬ সালে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। 

ফারুক আহমেদ ১৯৯৩ থেকে ৯৪ সালে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসাবে ছিলেন। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ফারুক জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রথম দফায় তিনি যখন বিসিবির প্রধান নির্বাচক হন, দলে যুক্ত করেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারদের। প্রথম মেয়াদে ফারুকের হাত ধরেই দেশের ক্রিকেটের সবচেয়ে তারকাদের পথচলা শুরু হয়েছিল। 

এরপর আবার ২০১৩ সালে বিসিবিতে যুক্ত হয়ে ২০১৬ সালের জুনে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান। আপাতত ফারুক আহমেদ বিসিবির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আগামী অক্টোবর পর্যন্ত বোর্ডের নতুন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কাজ করবেন। 

বিসিবিতে নতুন দায়িত্ব পাওয়া ফারুক আহমেদ বললেন, 'লক্ষ্য অনেক বড়। দেশের মুখ উজ্জ্বল করা, সেই সঙ্গে দলকে (জাতীয় দল) একটা জায়গায় দেখতে চাই। সেক্ষেত্রে এটা অনেক বড় ব্যাপার। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেকদিন ধরে কাজ হয়েছে, হয়নি অনেক প্রশ্ন আছে। আমার প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দল তাহলে আমাদের কাজগুলো সহজ হবে। আমরা যেন অন্য দিকে ডাইভার্ট না হই। বাংলাদেশ ক্রিকেট দল ও বাংলাদেশ দেশ হিসেবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three