সাকিবের ধীরগতির ব্যাটিং, বাংলা টাইগার্স হারল ৯ উইকেটে
- 1
রিশাদ ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে, উন্নতি করেছেন পারভেজ ইমন
- 2
টানা দুই শিরোপা জয়ের খুব কাছে রংপুর রাইডার্স
- 3
দক্ষিণ আফ্রিকায় টাইগার যুবাদের দারুণ শুরু
- 4
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আন্দ্রে রাসেলের, শেষ মঞ্চ স্যাবাইনা পার্কেই
- 5
নারী ক্রিকেটারদের ব্যস্ত মৌসুম, ২০২৫-২৬ ক্যালেন্ডার ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

সাকিবের ধীরগতির ব্যাটিং, বাংলা টাইগার্স হারল ৯ উইকেটে
সাকিবের ধীরগতির ব্যাটিং, বাংলা টাইগার্স হারল ৯ উইকেটে
টি-টেন লিগে আবার পরপর দুই ম্যাচে হার দেখল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। ব্যাটিং ব্যর্থতার ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে সাকিব, রাশিদ'রা ১০ ওভারে করতে পারে কেবল ৭২। সহজ লক্ষ্য প্রায় অর্ধেক ওভার বাকি থাকতেই ৯ উইকেটে জিতে নিয়েছে নিকোলাস পুরানের দল।
পরপর দুই দিন আবুধাবি টি-টেনে দুই পরাজয়ের স্বাদ পেল বাংলা টাইগার্স। টুর্নামেন্টে এখন অবদি খেলা ৬ ম্যাচের মধ্যে কেবল ২টিতে জয় পাওয়া দলটির অবস্থান পয়েন্ট টেবিলের ৮ নম্বরে। সাকিব আল হাসান আজ ব্যাট হাতে ২২ বল খেলে করেন ১৫ রান। বাউন্ডারি বিহীন এক ইনিংস খেলা সাকিব শেষ পর্যন্ত থাকেন অপরাজিত।
এরপর বল হাতে সাকিব ৬ষ্ঠ ওভারে অ্যাকশনে আসলে, প্রথম ডেলিভারিতেই ৬ হাঁকিয়ে ডেকানের জয় নিশ্চিত করেন অধিনায়ক নিকোলাস পুরান। ২৯ বল হাতে রেখে ডেকান গ্ল্যাডিয়েটর্স জিতল ৯ উইকেটে। ১৩ বলে ৫ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন পুরান। সমান ১৩ বল খেলে জস বাটলার করেন ২৯ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলা টাইগার্স ইনিংসের প্রথম ওভারেই হারায় হজরতউল্লাহ জাজাইকে। ৯ রানে জাজাই ফিরলে তিনে নামা দাসুন শানাকা করতে পারেন কেবল ২। লিয়াম লিভিংস্টোনও ৪ রানের বেশি করতে পারেননি। বাউন্ডারি হাঁকিয়ে ইনিংসের শুরু, পরের বলেই ফিরলেন প্যাভিলিয়নে। ৭ রান খরচায় জোড়া উইকেট দখলে নেন রিচার্ড গ্লেসন।
ওপেনার মোহাম্মদ শাহজাদ ব্যক্তিগত ৮ রানে মাহেশ থিকশানার শিকার হলে ২৩ রানে ৪র্থ উইকেট হারায় বাংলা টাইগার্স। এরপর ইফতিখার আহমেদকে নিয়ে সাকিব আল হাসানের ২৭ রানের পার্টনারশিপ। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রানে ইফতিখার আউট হলে ভাঙে জুটি। তবে সাকিব শেষ পর্যন্ত থাকেন অপরাজিত। ধীরগতির ব্যাটিংয়ে ২২ বলে করেছেন ১৫, বাউন্ডারি হাঁকাতে পারলেন না একটিও। রাশিদ খান অবশ্য ৮ বলে ১২ রান করে দলের সংগ্রহ ৭২'এ নিয়ে যান।