রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে ভেসে গেল প্রথম দিনের খেলা, হয়নি টসও
![রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে ভেসে গেল প্রথম দিনের খেলা, হয়নি টসও](https://cricket97.com/public/storage/upload/news/original/c2fa8964-0d99-427b-8e30-de818d5dfb17.webp)
রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে ভেসে গেল প্রথম দিনের খেলা, হয়নি টসও
রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে ভেসে গেল প্রথম দিনের খেলা, হয়নি টসও
আজ (৩০ আগস্ট) থেকে শুরু হবার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ২য় ও শেষ টেস্ট। তবে রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টির জেরে প্রথম দিনের খেলা পন্ড হয়েছে, হয়নি টসও।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় টস হবার কথা থাকলেও বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে তা নির্ধারিত সময়ে তো হয়ই নি, অবস্থা প্রতিকূল দেখে প্রথম দিনের খেলাই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময় বেলা ১ টা ৬ মিনিটে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বার্তা দিয়ে জানায় 'রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা অবিরাম বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে বন্ধ হয়ে গেছে।'
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে তাসকিনকে সেরা একাদশে পাওয়া যায়নি। গত বছর জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা তাসকিন ফিরতে পারেন পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের মিশনে। এক পরিবর্তন হলে সেরা একাদশে জায়গা হারাবেন নাহিদ রানা। প্রথম টেস্টে বেশ খরুচে ছিলেন এই পেসার।
আগের দিন ১২ সদস্যের দল ঘোষণা করলেও টসের সময় সেরা একাদশ জানাবে পাকিস্তান। একমাত্র স্বীকৃত স্পিনার আবরার আহমেদের ফিরতে পারেন অ্যাকশনে। প্রথম টেস্টের মতো ৪ পেসার না খেলিয়ে এবার একজন স্পিনার খেলানোর পক্ষে পাকিস্তান। বিপরীতে তিন পেসার নিয়ে আক্রমণে দেখা যেতে পারে বাংলাদেশকে।
প্রথম টেস্টে বাংলাদেশ পেয়েছে ইতিহাস গড়া ১০ উইকেটের জয়। এবার টাইগারদের সামনে সিরিজ জয়ের সুযোগ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ-শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শাহজাদ, মোহাম্মদ আলি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, মীর হামজা।