Image

সাদমানের ইনিংসটি মুমিনুলের দেখা অন্যতম সেরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাদমানের ইনিংসটি মুমিনুলের দেখা অন্যতম সেরা

সাদমানের ইনিংসটি মুমিনুলের দেখা অন্যতম সেরা

সাদমানের ইনিংসটি মুমিনুলের দেখা অন্যতম সেরা

ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েন বাংলাদেশের নিয়মিত ওপেনার মাহমুদুল হাসান জয়। তার বদলে সেরা একাদশে জায়গা পান সাদমান ইসলাম। প্রায় আড়াই বছর পর একাদশে ফিরে ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। সেঞ্চুরি মিসের আক্ষেপ থাকলেও সাদমানের ৯৩ রানের সুবাদে  তৃতীয় দিন শেষে ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান করেছে বাংলাদেশ। দিন শেষে সাদমান ভাসলেন প্রশংসার বন্যায়। অভিজ্ঞ মুমিনুলের চোখে দেখা অন্যতম সেরা ইনিংস। 

শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন   ব্যাটার মুমিনুল হক। সাদমান ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রসংশা করে মুমিনুল বলেন, ‘সাদমানের ৯৩ রানের ইনিংসটি আমার দেখা অন্যতম সেরা ইনিংস। বিদেশের মাটিতে চারজন পেসার, চারজনই দারুণ, তাদের বিপক্ষে যেভাবে খেলেছে, সেটা অসাধারণ। জাকির বড় করতে পারেনি। কিন্তু যতক্ষণ ক্রিজে ছিল, দলের জন্য খেলে গেছে। শেষের দিকে লিটন যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করেছে, খেলাটা মোটামুটি আমাদের হাতে চলে এসেছে।’

সাদমান ইসলাম ও জাকির আলীর ওপেনিং জুটি থেকে আসে ৩২ রান। রানের পরিমান খুব বেশী না হলেও দ্বিতীয় দিনের শেষ সময়ে উইকেট মা হারানোটাই ছিলো প্রধান বিষয়। তাই এই ৩২ রানকে গুরু সহকারে দেখছেন মুমিনুল ইসলাম।

"আমার কাছে মনে হয় প্রথমে খেলাটার টোন সেট করেছে গতকাল ১২ ওভারে আমাদের একটা উইকেটও পড়েনি। জাকির এবং সাদমান, দুইজনই খুব ভালো শুরু করেছে। জাকির হয়ত অত রান করতে পারেনি। কিন্তু অইসময় যেভাবে খেলা দরকার সেভাবে খেলেছে। অই দুই ওপেনারই আমার কাছে খেলার টোনটা ভালোমত সেট করে দিয়েছে।"

প্রথম ইনিংসে পাকিস্তান সংগ্রহ করে ৪৪৮ রানের পাহাড়। জবাবে ছেড়ে কথা বলেনি বাংলাদেশের ব্যাটারাও, লড়াই করেছেন সমানে সমানে। তৃতীয় দিন শেষে এখনো লড়াই করার মত অবস্থানে টিকে আছে বাংলাদেশ। বড় লিড নিয়ে পাকিস্তানকে চাপে ফেলতে চায় কিনা এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন,

"আসলে পাকিস্তানও অনেক ভালো ব্যাট করেছে। ৪৪৮ এর মত রান করেছে তারা। প্রথম ইনিংসে এত রান করাটা সহজ নয়। উইকেটে কিছুটা সিম হচ্ছিল। অবশ্যই আগামীকাল প্রথম সেশনে আমরা কোনো উইকেট হারাতে চাই না। প্রথম সেশনটা আসলে প্রতিটি দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ সবাই নতুনভাবে দিনের শুরু করতে চায়। প্রথম এক ঘন্টায় উইকেট হাতে রেখে যদি ভালো একটি জুটি গড়তে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three