Image

কেনিয়ার প্রধান কোচ হলেন ডোড্ডা গণেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কেনিয়ার প্রধান কোচ হলেন ডোড্ডা গণেশ

কেনিয়ার প্রধান কোচ হলেন ডোড্ডা গণেশ

কেনিয়ার প্রধান কোচ হলেন ডোড্ডা গণেশ

কেনিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার ডোড্ডা গণেশকে। গণেশ ছিলেন লোয়ার অর্ডার ব্যাটার এবং মিডিয়াম পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে তিনি ১৯৯৭ সালে ৪ টি টেস্ট ও ১ টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। ২৯ রান ও ৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন ডোড্ডা গণেশ।

৫১ বছর বয়সী ডোড্ডা গণেশ ১০৪টি প্ৰথম শ্রেণির ম্যাচ এবং ৮৯টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। মোট উইকেট নিয়েছেন ৪৯৩ টি। গণেশ ভারতে বিভিন্ন লেভেলে ক্রিকেটের কোচিং করিয়েছেন। এবং কেনিয়ার ক্রিকেট গ্রাফকে উপরের দিকে নিতে কাজ করবেন ডোড্ডা গণেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে ডোড্ডা গণেশকে কেনিয়ার নতুন প্রধান কোচ হিসেবে দেখা যায়। গণেশের আগে কেনিয়ার প্রধান কোচ ছিলেন লেমেক ওনিয়াঙ্গো। 

প্রধান কোচ হিসাবে নিযুক্ত হওয়ার পর গণেশের প্রথম দুটি অ্যাসাইনমেন্ট হবে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি সেকেন্ড ডিভিশন চ্যালেঞ্জ লিগ। এবং অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব। চ্যালেঞ্জ লিগে কেনিয়া পাপুয়া নিউগিনি, কাতার, ডেনমার্ক এবং জার্সির মুখোমুখি হবে।

নিজের লক্ষ্য নিয়ে ডোড্ডা গণেশ বলেন, “দায়িত্ব নেওয়ার আগে ইউটিউবে ওঁদের খেলা দেখেছি। এটুকু বলতে চাই, ওরা ভালো অবস্থানে রয়েছে। আমার প্ৰথম লক্ষ্য বিশ্বকাপে কোয়ালিফাই করা। ওরা একাধিকবার বিশ্বকাপে অংশ নিয়েছে। ওদের কঠোর পরিশ্রম সম্পর্কে আমি জানি। গত ১০ বছরে ওদের কী হয়েছে জানি না। তবে অতীত নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি কেনিয়ানদের চ্যাম্পিয়ন হিসাবে ভাবতে চাই।"

Details Bottom