রউফের কেন্দ্রীয় চুক্তি ফিরিয়ে দিল পিসিবি
রউফের কেন্দ্রীয় চুক্তি ফিরিয়ে দিল পিসিবি
রউফের কেন্দ্রীয় চুক্তি ফিরিয়ে দিল পিসিবি
পাকিস্তান পেসার হারিস রউফ তাঁর কেন্দ্রীয় চুক্তি ফিরে পেয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি জানিয়েছেন, রউফের চুক্তি বাতিল করার সিদ্ধান্তটি ভুল করে গৃহীত হয়েছিল। পুরো বিষয়টি স্বীকার করে, পিসিবির সিদ্ধান্ত মোতাবেক এই পেসারেরে কেন্দ্রীয় চুক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে।
নাকভি, লাহোরে এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, তিনি রউফের কাছ থেকে চিঠি পেয়েছেন। পাকিস্তানি পেসার পুরো বিষয়টি ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে বলে তাঁর মত। নাকভি যোগ করেন, “এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এবং একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁর চুক্তি ফিরিয়ে আনা হয়েছে। আমি তাঁর ব্যাপারে চিন্তিত ছিলাম, সে চোটে ছিল। এটাও একটা চিন্তার ব্যাপার ছিল যে, কারা তাঁকে চিকিৎসা করতে যাচ্ছে। আমরা এখন তাঁর ইনসুরেন্সটা দেখছি। কারণ সে আমাদের একজন তারকা খেলোয়াড়।“
ছয় সপ্তাহের কম সময়ের মধ্যে পিসিবি রউফের কেন্দ্রীয় চুক্তি ফিরিয়ে আনল। এর আগে অস্ট্রেলিয়াতে পাকিস্তান যখন সফর করে, তখন রউফের সাথে কিছুটা আলোচনা হয় নির্বাচকদের। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ সেসময় কিছুটা অখুশি ছিলেন রউফের উপর। কারণ এই পেসার অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে চাননি। পাশাপাশি রউফ জানান, তিনি লাল বলের ক্রিকেট খেলতে আগ্রহী নন।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর দুই দিনের মধ্যে রউফকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। লাহোর কালান্দার্সের হয়ে তিনি ৪ টি ম্যাচ খেলেছেন, এরপর ফিল্ডিং করতে যেয়ে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান।
পাকিস্তানের পরবর্তী সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে, ৫ ম্যাচের টি-টোয়েন্টি, এপ্রিলে।