Image

আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকুর রহিমের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকুর রহিমের

আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকুর রহিমের

আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকুর রহিমের

আফগানিস্তানের কাছে গত রাতে বড় পরাজয় দেখল বাংলাদেশ। এরমাঝেই টাইগার শিবিরে মিলল আরও এক দুঃসংবাদ। প্রথম ওয়ানডেতে উইকেটকিপিং গ্লাভস হাতে আঙুলে চোট পান মুশফিকুর রহিম। আর তাতেই মুশফিক ছিটকে গেলেন সিরিজের বাকি অংশ থেকে। 

সিরিজের মাঝ পথে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ছিটকে যাওয়ার সংবাদে চরমভাবে ব্যাকফুটে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় শারজাহতে প্রথম ওয়ানডে বাংলাদেশ হারল ৯২ রানে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ধারণা মুশফিকের আঙুলে চিড় ধরা পড়তে পারে।

শেষ পর্যন্ত যদি মুশফিক ছিটকে যান, তাহলে পরের দুই ম্যাচে উইকেটকিপারের ভূমিকায় একাদশে দেখা যাবে জাকের আলি অনিককে। লিটন দাসও না থাকায় উইকেটরক্ষক জাকের আলি অনিকই এখন দলের একমাত্র ভরসা।

শারজাহতে কাল টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। আফগানিস্তানের ইনিংসেই চোট পান উইকেটকিপারের ভূমিকায় থাকা মুশফিক। আর এ কারণেই বদলে যায় তার ব্যাটিং অর্ডার। ৭ নম্বরে ব্যাট করতে নামা মুশফিক অবশ্য ৩ বলের বেশি খেলতে পারেননি, রান করেছেন ১। 

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এই সিরিজে মুশফিকের খেলা সম্ভবত আর হচ্ছে না, 'হ্যাঁ একটা চোট পেয়েছে। যেটা মনে হচ্ছে একটু সিরিয়াস।  কতদিনের জন্য বাইরে থাকবে সেটা পরীক্ষার পর বোঝা যাবে। তবে আপাতত মনে হচ্ছে এই সিরিজে আর খেলতে পারবে না।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three