Image

হারশিতকে আইয়ার বলেন, নায়ক হওয়ার এটাই সময়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হারশিতকে আইয়ার বলেন, নায়ক হওয়ার এটাই সময়

হারশিতকে আইয়ার বলেন, নায়ক হওয়ার এটাই সময়

হারশিতকে আইয়ার বলেন, নায়ক হওয়ার এটাই সময়

হারশিত রানা, এর আগে খেলেছেন মাত্র ১২ টি টি-টোয়েন্টি ম্যাচ। গতকাল কোলকাতা নাইট রাইডার্সের হয়ে শেষ ওভারে বল করতে আসেন। তখন সানরাইজার্স হায়দ্রাবাদ মাত্র ১৩ রান থেকে দূরে। হেনরিখ ক্লাসেন ও শাহবাজ আহমেদ ফুঁসছেন রানের বারুদে। এমন অবস্থায় ১২ টি রান আটকে দেওয়া সহজ কথা নয়। তবে হারশিত সেই কাজটি গতকাল করতে পেরেছেন। 

গতকাল হায়দ্রাবাদ ও কোলকাতার প্রথম ম্যাচ ছিল। কোলকাতার দেওয়া ২০৮ রানের লক্ষ্যমাত্রা টপকে যেতে গিয়েও ব্যর্থ হয়েছে হায়দ্রাবাদ। হারশিত যখন শেষ ওভার করতে এলেন, ক্লাসেনের রান তখন ২৬ বলে ৫৬, অন্যদিকে শাহবাজ ৪ বলে ১৬ করে বসেছেন। এর আগের ওভারে মিচেল স্টার্ক ২৬ রান দিয়ে গেছেন। 

অধিনায়ক শ্রেয়াস আইয়ার ম্যাচ শেষে বলেন, “সত্যি বলতে, শেষ ওভারে আমার মনে হয়েছে যেকোনো কিছুই হতে পারে।“ 

“তাঁদের ১৩ রান প্রয়োজন ছিল। আর আমাদের সেসময় অভিজ্ঞ কাউকে বল দেওয়ার মতো ছিল না। তবে আমার তাঁর উপর বিশ্বাস ছিল। আমি জানতাম, কিছু ভালো হতে পারে।“ 

হারশিতের জন্য সেসময়টা সহজ ছিল না। তবে আইয়ার তাঁকে সাহস দিয়ে গেছেন। আইয়ার এই ভারতীয় বোলারকে বলেছেন, “এটাই সময়, যেখানে সে নায়ক হয়ে উঠতে পারে। এটাই তাঁকে বলেছি। আসলে হারশিত বেশ স্নায়ুবিক চাপে ছিল, যখন বল করতে আসে। আমি তাঁর চোখের দিকে তাকাই, বলি, এটাই তোমার মুহূর্ত। তোমাকে এর সঠিক ব্যবহার করা দরকার, বেশি চিন্তা করো না।“ 

হারশিত শেষ ওভারের প্রথম বলে ক্লাসেনের হাতে ছক্কা খেয়ে বসেন। তবে পরের বলে সিঙ্গেল, এরপরের ডেলিভারিতে শাহবাজের উইকেট নিয়ে অনেকটা স্বস্তি আসে কোলকাতায়। চতুর্থ বলে সিঙ্গেল হওয়ার পর, পঞ্চম বলে ক্লাসেনের উইকেট তুলে নেয় হারশিত। শেষ বলটি ডট খেলেন স্ট্রাইকে থাকা প্যাট কামিন্স। আর এতে কোলকাতা ম্যাচটি জিতে নেয় মাত্র ৪ রানে।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three