Image

দুই ওপেনারের রোমাঞ্চ থামিয়ে দিল রাওয়ালপিন্ডির আকাশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দুই ওপেনারের রোমাঞ্চ থামিয়ে দিল রাওয়ালপিন্ডির আকাশ

দুই ওপেনারের রোমাঞ্চ থামিয়ে দিল রাওয়ালপিন্ডির আকাশ

দুই ওপেনারের রোমাঞ্চ থামিয়ে দিল রাওয়ালপিন্ডির আকাশ

রাওয়ালপিন্ডিতে ৭ ওভারে বাংলাদেশের রান যখন বিনা উইকেটে ৪২, আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। বাংলাদেশের দুই ওপেনারের রোমাঞ্চে জল ঠেলে দিয়েছে আলোর স্বল্পতা। দিনের খেলা এখনও প্রায় ৪৬ ওভারের মতো বাকি। 

ম্যাচ জিততে বাংলাদেশের দরকার আর ১৪৩ রান। হাতে বাকি পুরো ১০ উইকেট। জাকির হাসান ও সাদমান ইসলামের ওপেনিং জুটি বাংলাদেশকে দেখাচ্ছে বড় স্বপ্ন। আগ্রাসী মেজাজে ব্যাট করে যান জাকির হাসান। ২৩ বলের ৩১ রান নিয়ে অপরাজিত, তার সঙ্গী সাদমানের রান ৯। 

হাসান-নাহিদের পেস আগুনে পুড়ে ছাই হয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামে কেবল ১৭২ রানে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন হাসান মাহমুদ। এছাড়া নাহিদ রানা শিকার করেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখান বোলাররা। রিজওয়ান আর সালমান বাদে কেউই বাংলাদেশি বোলারদের সত্যিকার অর্থে চ্যালেঞ্জ জানাতে পারেনি।

হাসানের ফাইফার পূর্ণ হলেও নাহিদ রানাকে ৪ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। দ্বিতীয় ইনিংসের পাকিস্তানের হারানো ১০ উইকেটের সবটিই যায় পেসারদের দখলে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ের ইতিহাস লিখার খুব কাছে নাজমুল হোসেন শান্তর দল। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three