Image

বদলে গেল বাংলাদেশ 'এ' দলের পাকিস্তান সফর সূচি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বদলে গেল বাংলাদেশ 'এ' দলের পাকিস্তান সফর সূচি

বদলে গেল বাংলাদেশ 'এ' দলের পাকিস্তান সফর সূচি

বদলে গেল বাংলাদেশ 'এ' দলের পাকিস্তান সফর সূচি

বাংলাদেশ 'এ' দলের পাকিস্তান সফরের পরিবর্তিত সুচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিজ্ঞপ্তি দিয়ে তা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

৬ আগস্ট বাংলাদেশ 'এ' দলের পাকিস্তানে পৌছানোর কথা ছিল। ১০ আগস্ট থেকে শুরু হবার কথা ছিল ১ম চারদিনের ম্যাচ। এরপর ১৭ আগস্ট ২য় চারদিনের ম্যাচ। ২৩, ২৫ ও ২৭ আগস্ট ৩ টি ওয়ানডে ম্যাচ হবার কথা ছিল। 

তবে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের কারণে বাংলাদেশ 'এ' দল এখনও পাকিস্তানের উদ্দেশে রওয়ানা হতে পারেনি। 

পরিবর্তিত সূচি অনুযায়ী ১০ আগস্ট বাংলাদেশ 'এ' দল পাকিস্তানে পৌঁছাবে।   

বাংলাদেশ 'এ' দলের পাকিস্তান সফরের সূচি- 

১০ আগস্ট- বাংলাদেশ 'এ' দল ইসলামাবাদে পৌঁছাবে 

১১ ও ১২ আগস্ট- ট্রেনিং ও অনুশীলন 

১৩-১৬ আগস্ট- ১ম চারদিনের ম্যাচ 

১৮ ও ১৯ আগস্ট- ট্রেনিং ও অনুশীলন 

২০-২৩ আগস্ট- ২য় চারদিনের ম্যাচ 

২৫, ২৭, ২৯ আগস্ট- ট্রেনিং ও অনুশীলন 

২৬ আগস্ট- ১ম ওয়ানডে 
২৮ আগস্ট- ২য় ওয়ানডে 
৩০ আগস্ট- ৩য় ওয়ানডে। 

পাকিস্তান শাহীনস স্কোয়াড (১ম চারদিনের ম্যাচের জন্য)- 

সউদ শাকিল (অধিনায়ক), কামরান গুলাম, মেহরান মুমতাজ, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ রমিজ জুনিয়র, মোহাম্মদ হুরাইরা, নাসিম শাহ, সাদ বেগ (উইকেতরক্ষক), সাদ খান, সাইম আইয়ুব, সামিন গুল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও উমর আমিন। 

১ম চারদিনের ম্যাচের বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড- 

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাইম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া। 

২য় চারদিনের ম্যাচের বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড- 

এনামুল হক বিজয়, মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া। 

ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড- 

সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।   

Details Bottom
Details ad One
Details Two
Details Three