Image

যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হলেন স্টুয়ার্ট ল, প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশ সিরিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হলেন স্টুয়ার্ট ল, প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশ সিরিজ

যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হলেন স্টুয়ার্ট ল, প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশ সিরিজ

যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হলেন স্টুয়ার্ট ল, প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশ সিরিজ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সহ আয়োজক যুক্তরাষ্ট্র (ইউএসএ)। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। সেই সিরিজের আগে টাইগারদের সাবেক কোচ স্টুয়ার্ট ল'কে প্রধান কোচ হিসাবে নিয়োগ দিয়েছে তাঁরা। 

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল'কে প্রধান কোচ হিসাবে নিয়োগ দেবার কথা নিশ্চিত করে ইউএসএ ক্রিকেট। 

 

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মন দেওয়া স্টুয়ার্ট ল'র কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধই বলতে হবে। ২০০৯ সালে তিনি শ্রীলঙ্কার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে নিয়োগ পান। ২০১১-১২ তে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসাবে কাজ করেন তিনি। 

২০১৭-১৮ তে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ছিলেন তিনি। ২০২২২ এ আফগানিস্তান দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হন তিনি। ২০২২ এর শেষভাগে যুক্ত হন বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এর সঙ্গে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। এছাড়া ২০১৯-২১ ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 

যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হয়ে উচ্ছ্বসিত স্টুয়ার্ট ল, জানান সহযোগী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যত উজ্জ্বল। বাংলাদেশের বিপক্ষে সিরিজই তাঁর প্রথম কাজ, এরপর পাখির চোখ করবেন টি-টোয়েন্টি বিশ্বকাপকে। 

উল্লেখ্য, ক্রিকেটার হিসাবে ১৯৯৪ সালে অস্ট্রেলিয়া দলে অভিষেক স্টুয়ার্ট ল'র। ১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া রানার আপ হয়, সেই দলের অংশ ছিলেন তিনি। ১৯৯৮ সালে উইজডেন ক্রিকেটার্স অব দ্য ইয়ারে সেরা ৫ জনের মধ্যে একজন ছিলেন তিনিই। 

স্টুয়ার্ট ল'র মত একজনকে দায়িত্ব দিতে পেরে যারপরনাই খুশি ইউএসএ ক্রিকেট চেয়ারম্যান ভেনু পিসাইক। তিনি মনে করছেন স্টুয়ার্ট ল'র অভিজ্ঞতা তাঁর দলকে দারূনভাবে উপকৃত করবে। 
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three