Image

আগে ব্যাটিং করে ১০০ করতে পারল না বাঘিনীরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আগে ব্যাটিং করে ১০০ করতে পারল না বাঘিনীরা

আগে ব্যাটিং করে ১০০ করতে পারল না বাঘিনীরা

আগে ব্যাটিং করে ১০০ করতে পারল না বাঘিনীরা

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের এলাকায় গত রাতে তীব্র শিলাবৃষ্টি। রাতভর বৃষ্টির পর সকালে ম্যাচ শুরু হলে টসে জেতে বাংলাদেশ নারী দল। সবাইকে অবাক করেই আগে ব্যাটিং করার সিদ্ধান্ত আসে ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির কাছ থেকে। 

দুই উদ্বোধনী ব্যাটার ফারজানা হক পিংকি ও সোবহানা মোস্তারির রান তুলতে হিমশিম খেতে হয়। ৮.৩ ওভার স্থায়ী হলেও এই জুটি থেকে আসে ১৭ রান। ২০ বল খেলে ৩ রান করে মেগান শাটের বলে আউট হন মোস্তারি। 

টেস্ট মেজাজে খেলেও দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি ফারজানা। ৫২ বল খেলে ৭ রান করে সোফি মোলিনেক্সের শিকার হন তিনি। তিনে নামা মুর্শিদা খাতুন ২৪ বলে ৫ রানের ইনিংস খেলে আউট হন অ্যাশলে গার্ডেনারের বলে। 

১৭.৪ ওভারে দলের রান যখন মাত্র ২৭ তখন ৪র্থ ব্যাটার হিসাবে আউট হন নিগার সুলতা জ্যোতি (৫ বলে ১)। জ্যোতিকেও ফেরান মোলিনেক্স। 

সেখান থেকে ২৫ রানের জুটি গড়ে ৫০ এর গন্ডি পার করান ফাহিমা খাতুন ও রিতু মনি। তবে ৫ বলের ব্যবধানে এই দুজনও ফেরেন সাজঘরে। রিতু মনি ২৪ বলে ১০ ও ফাহিমা ১৯ বলে ১১ রান করেন। 

স্বর্না আক্তার (১৯ বলে ২), রাবেয়া খান (১৭ বলে ৩) রা স্কোরবোর্ডে রান বাড়ানোর দায়িত্ব নিতে পারেননি। তবে দায়িত্ব নেন নাহিদা আক্তার। সুলতানা খাতুনকে (২৩ বলে ৫) নিয়ে ১৬ ও মারুফা আক্তারকে নিয়ে আরও ২০ রান যোগ করেন। 

তাতেও অবশ্য ১০০ রানের গন্ডি পার করা হয়নি বাংলাদেশের। ৪৪.১ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় তাঁরা। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান আসে নাহিদা আক্তারের ব্যাট থেকে। ১৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন মারুফা আক্তার। 

অস্ট্রেলিয়া নারী দলের পক্ষে ৩ উইকেট নেন সোফি মোলিনেক্স। অ্যাশলে গার্ডেনার, অ্যালানা কিং ও জর্জিয়া ওয়ারেহাম ২ টি করে উইকেট নেন। ১ টি শিকার মেগান শাটের। 

Details Bottom