Image

বিপিএল, বিগ ব্যাশের মাঝেই আইএল টি-টোয়েন্টি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল, বিগ ব্যাশের মাঝেই আইএল টি-টোয়েন্টি

বিপিএল, বিগ ব্যাশের মাঝেই আইএল টি-টোয়েন্টি

বিপিএল, বিগ ব্যাশের মাঝেই আইএল টি-টোয়েন্টি

আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগ আইএলটি-টোয়েন্টির তৃতীয় আসর অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আসরের সময়টি মিলে যাবে এসএটি-টোয়েন্টি, বিগ ব্যাশ লিগ, সুপার স্ম্যাশ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাথে। 

এবারের বিপিএলের সময় ৩০ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারী পর্যন্ত। এসএ টি-টোয়েন্টি চলবে ৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিগ ব্যাশ লিগ। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ চলবে ২৬ ডিসেম্বর থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

এতগুলো টুর্নামেন্ট একসাথে চলায় খেলোয়াড় পাওয়া নিয়ে সংকটে পড়বে লিগ গুলো। এবারও বেশ কয়েকজন খেলোয়াড় একাধিক লিগে খেলায় দ্বন্দ্বের মুখোমুখি হবেন। ডেভিড ওয়ার্নার সিডনি থান্ডারের হয়ে পুরো সিজনে বিবিএলে অধিনায়ক হিসেবে খেলার সিদ্ধান্ত নিয়েছেন যার মানে ১৭ জানুয়ারি পর্যন্ত আইএলটি টি-টোয়েন্টি তে দুবাই ক্যাপিটালসের জন্য বা থান্ডার ফাইনালে উঠলে আরও ১০ দিনের জন্য তাকে পাওয়া যাবে না।

অন্যদিকে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লুকি ফার্গুসন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ওয়ার্নারের অধীনে বিবিএলে থান্ডারের হয়ে খেলা শুরু করবেন কিন্তু তারপর ডেজার্ট ভাইপারদের জন্য আইএলটি-টোয়েন্টিতে চলে যাবেন।

এরকম আরো সেসব খেলোয়াড়দের দুই লিগে খেলায় সংঘর্ষ হবে তারা হলেন, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (মেলবোর্ন রেনেগেডস/দুবাই ক্যাপিটালস), ম্যাথু ওয়েড (হোবার্ট হারিকেনস/শারজাহ ওয়ারিয়র্জ), ক্রিস জর্ডান (হারিকেনস/গাল্ফ জায়ান্টস), শাই হোপ (হারিকেনস/দুবাই ক্যাপিটালস)।

আইএলটি-টোয়েন্টিতে অন্যান্য অনেক তারকাকে ধরে রাখা হয়েছে, যেমন আন্দ্রে রাসেল (আবু ধাবি নাইট রাইডার্স), সুনীল নারিন (আবু ধাবি নাইট রাইডার্স), ওয়ার্নার (দুবাই ক্যাপিটালস), রোভম্যান পাওয়েল (দুবাই ক্যাপিটালস), শিমরন হেটমায়ার (গাল্ফ জায়ান্টস), নিকোলাস পুরান (এমআই এমিরেটস)।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালসহ টুর্নামেন্টে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫টি, আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১১টি এবং শারজাহতে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three