টি-টেন লিগে সাকিবের দলে তাওহীদ হৃদয়
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
শাস্তি এড়াতে এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত
- 4
নিজাকাতের প্রিয় খেলোয়াড় সাকিব, স্পিনেই বাজিমাত করতে চায় হংকং
- 5
চ্যাম্পিয়নশিপের স্বাদ পেতে চান, এশিয়া কাপে আশাবাদী লিটন দাস

টি-টেন লিগে সাকিবের দলে তাওহীদ হৃদয়
টি-টেন লিগে সাকিবের দলে তাওহীদ হৃদয়
আবুধাবি টি-টেন লিগের অষ্টম আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। প্লেয়ার্স ড্রাফটের টেবিল থেকে এবার সাকিবের দল কিনে নিয়েছে আরেক বাংলাদেশি তারকা তাওহীদ হৃদয়কে।
আজ টি-টেনের প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশের তারকা ব্যাটার তাওহীদ হৃদয়কে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ মাতানো হৃদয় এবারই প্রথমবারের মতো যাবেন আবুধাবিতে টি-টেন খেলতে।
বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব। সবকিছু ঠিক থাকলে এবার বাংলা টাইগার্সের আর্মব্যান্ড হাতেই দেখা যাবে সাকিব আল হাসানকে। সাকিব-হৃদয়ের বাংলা টাইগার্সের হয়ে এবার খেলতে দেখা যাবে রাশিদ খান, দীনেশ কার্তিক, ইফতেখার আহমেদ, দাসুন শানাকাকে।
এদিন এর আগে প্লেয়ার্স ড্রাফট থেকে দল পান আরও দুই বাংলাদেশি। শহিদুল ইসলাম ও জিয়াউর রহমান টি-টেন খেলবেন নর্দান ওয়ারিয়র্সের হয়ে।
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-টেনের অষ্টম আসর। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। পাঁচবার এই টুর্নামেন্টে খেলে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা টাইগার্স। এবার ৮ দলের আসরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।