Image

সাকিবের চোটের ব্যাপারে কিছুই জানেন না হাথুরুসিংহে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের চোটের ব্যাপারে কিছুই জানেন না হাথুরুসিংহে

সাকিবের চোটের ব্যাপারে কিছুই জানেন না হাথুরুসিংহে

সাকিবের চোটের ব্যাপারে কিছুই জানেন না হাথুরুসিংহে

গেল পাকিস্তান সিরিজ থেকে সাদা পোশাকে সাকিব আল হাসানের রানখরা চলছেই। মাঝে ইংলিশ কাউন্টিতে গিয়ে বল হাতে ৯ উইকেট শিকার করলেও ব্যাটিংয়ে নিষ্প্রভ ছিলেন। নতুন করে সামনে এসেছে তার চোট ইস্যু। তবে আজ কানপুরে সংবাদ সম্মেলনে আসা হেড কোচ হাথুরুসিংহে বলেছেন, সাকিবের চোটের ব্যাপারে কিছুই জানা নেই তার। সাকিবের পারফর্ম্যান্স নিয়েও কথা বলেছেন হাথুরু। 

ভারত সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরের গ্রীণ পার্কে আজ প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। এরমাঝেই সংবাদ সম্মেলনে আসা টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে?

হাথুরুর উত্তর, 'সাকিবের চোট সংক্রান্ত কোনো কিছু আনুষ্ঠানিকভাবে আমি শুনিনি।' 

অলরাউন্ডার সাকিব আল হাসানের ম্যাচ খেলা নিয়ে সংশয় দূর করলেন, 'সাকিবকে নিয়ে আপাতত কোনো সংশয় নেই। আমি ফিজিও বা কারও কাছ থেকে তার ইনজুরি সংক্রান্ত কিছু শুনিনি। সে সিলেকশনের জন্য বিবেচনায় আছে।' 

চেন্নাই টেস্ট হারের পর প্রশ্নবিদ্ধ সাকিবের দলে জায়গা পাওয়া নিয়ে। টেস্টে সাকিব আল হাসান সর্বশেষ ফিফটি পেয়েছিলেন গত বছরের এপ্রিলে, মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে গত ৭ ইনিংসে কোনো ফিফটি নেই তার ব্যাটে। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৬৪ বলে ৩২ রান করে ফিরেন সাকিব। দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার আগে ৫৬ বলে ৩ চারে ২৫ রান।

তবে শুধু সাকিবের পারফর্ম্যান্সেই হতাশ নন হাথুরুসিংহে, 'তার পারফরম্যান্সে নয়, সবার পারফরম্যান্সেই হতাশ। আমরা আরও ভালো করতে পারতাম। আমি নিশ্চিত সে নিজেও ভাবে, সে আরও ভালো করতে পারে। তবে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করেছে, বড় করতে পারিনি ইনিংস। এমন নয় যে চেষ্টা করেনি। প্রতিপক্ষের বোলিংয়ের মান অনেক ভালো ছিল।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three