Image

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সিরিজ, যে আশ্বাস দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সিরিজ, যে আশ্বাস দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সিরিজ, যে আশ্বাস দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সিরিজ, যে আশ্বাস দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সঙ্গে তাঁদের মাটিতে দ্বপাক্ষিক সিরিজ খেলার সুযোগ বাংলাদেশ ক্রিকেট দলের হয় কালেভদ্রে। তবে সেই অবস্থার পরিবর্তন হতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলে জানিয়েছেন পরবর্তী এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) এ বাংলাদেশকে আতিথ্য দিতে আশাবাদী তাঁরা। 

বাংলাদেশ সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছে ২০০৩ সালের জুলাইয়ে। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ সর্বশেষ হয়েছে ২০০৮ সালের আগস্ট-সেপ্টেম্বরে। 

তবে সেই অবস্থার পরিবর্তন হতে চলেছে জানিয়ে নিক হকলে বলেন, 'বাংলাদেশ নশচিতভাবেই আমাদের পরবর্তী এফটিপি সাইকেলের অংশ। আমরা বাংলাদেশকে আতিথ্য দিতে মুখিয়ে রয়েছি।' 

'নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা সেখানে নারীদের দারুণ এক সফর শেষ করে এসেছি। সেখানে আমাদের নারী দল যে দারুণ আতিথেয়তা ও ভালবাসা পেয়েছে তা প্রশংসনীয়।' 

'আমরা সব দলের সঙ্গে কাজ করব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করব পরবর্তী এফটিপিতে কি সুযোগ বের করা যায় সে ব্যাপারে।'   

Details Bottom
Details ad One
Details Two
Details Three