Image

পার্থ টেস্টে নেই রোহিত, অধিনায়কত্ব সামলাবেন বুমরাহ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পার্থ টেস্টে নেই রোহিত, অধিনায়কত্ব সামলাবেন বুমরাহ

পার্থ টেস্টে নেই রোহিত, অধিনায়কত্ব সামলাবেন বুমরাহ

পার্থ টেস্টে নেই রোহিত, অধিনায়কত্ব সামলাবেন বুমরাহ

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মাকে পাচ্ছে না ভারত। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে পরিবারের সাথে সময় কাটাতে শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া পার্থ টেস্টে খেলবেন না রোহিত। তার অনুপস্থিতিতে দলের সহ-অধিনায়ক জাসপ্রীত বুমরাহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন। 

রোহিত শর্মা না থাকার কারণে নির্বাচকরা দেবদূত পাডিকালকে অস্ট্রেলিয়ায় থাকার নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে ১৮ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হবে তাকে। 

"আমরা আশা করছিলাম যে রোহিত দলের সাথে যাবে কিন্তু তিনি বিসিসিআইকে জানিয়েছেন যে তিনি এখন যেতে পারবেন না। কারণ তার আরও কিছু সময়ের প্রয়োজন। দ্বিতীয় ম্যাচের জন্য তিনি অস্ট্রেলিয়ায় যাবেন। অ্যাডিলেড প্রথম এবং দ্বিতীয় টেস্ট ম্যাচের মধ্যে নয় দিনের ব্যবধান রয়েছে, তাই রোহিত সেখানে সময়মতো উপস্থিত হতে পারবেন।” 

এর আগে বুমরাহ অবশ্য ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০২১-২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে অধিনায়কত্ব করেছিলেন তিনি। সেবার রোহিত করোনা আক্রান্ত হয়েছিলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হতাশাজনক ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়া সিরিজ টি বিশেষ গুরুত্ব বহন করছে ভারতের কাছে। সিরিজ জিততে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যাবে ভারত।

অন্যদিকে শনিবার ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন শুবমান গিল। তাই ভারতের ব্যাটিং লাইন আপে পরিবর্তন আসতে চলেছে। গিলের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন কে এল রাহুল। রোহিতের অনুপস্থিতিতে  উইকেটরক্ষক ধ্রুব জুরেলকেও বিবেচনা করা যেতে পারে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three