Image

৩ উইকেটে ভারতের লিড ৩০৮

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৩ উইকেটে ভারতের লিড ৩০৮

৩ উইকেটে ভারতের লিড ৩০৮

৩ উইকেটে ভারতের লিড ৩০৮

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ভারতের করা ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে অলআউট হয়ে হতাশ করল বাংলাদেশ। ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হলো বাংলাদেশ দল। বড় লিডের পথে ছুটতে থাকা ভারতের ইনিংসে প্রথম ধাক্কা দেন তাসকিন আহমেদ। শুরুতেই রোহিতকে ফেরালেন, এরপর নাহিদ রানা বিদায় করেন জাইসাওয়ালকে। টানা দুই ইনিংসে ব্যর্থ কোহলি। আজ সারাদিনে দুই দল মিলে হারিয়েছে মোট ১৭ উইকেট। দ্বিতীয় দিন শেষে ভারতের লিড ৩০৮ রানে, হাতে বাকি আছে ৭ উইকেট। 

বল হাতে সকাল ও বিকালের সেশনে দারুণ করলেও ব্যাটিংয়ে বাংলাদেশের ভরাডুবি। প্রথম ইনিংসে টাইগাররা ব্যাট করতে পারে কেবল ৪৭.১ ওভার, আর তাতেই ১৪৯ রানে গুটিয়ে যাওয়া। দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮১। লিড বেড়ে দাঁড়িয়েছে ৩০৮ এ। গিল ৩৩, পান্ট ১২ রান নিয়ে অপরাজিত। 

২২৭ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেয়। ফলোঅনের লজ্জা থেকে রেহাই পায় নাজমুল হোসেন শান্তর দল। ভারতের দ্বিতীয় ইনিংসে তৃতীয় ওভারেই সাফল্যের দেখা পান তাসকিন আহমেদ। ৭ বলে ৫ রান করে স্লিপে ক্যাচ দেন রোহিত শর্মা। টানা দুই ইনিংসে ব্যর্থ হলেন ভারতীয় অধিনায়ক। আগের ইনিংসে করেছিলেন ৬, এবার তার ব্যাটে ৫। 

আরেক ওপেনার ইয়াশভি জাইসাওয়ালকেও ফিরতে হয় দ্রুত। নাহিদ রানা নিজের প্রথম ওভার করতে এসেই তুলে নেন জাইসাওয়ালের গুরুত্বপূর্ণ উইকেট। প্রথম ইনিংসে ৫৬ রানের ইনিংস খেলা জাইসাওয়াল পরের ইনিংসে ১০ রানের বেশি করতে পারেননি। ড্রাইভ খেলার চেষ্টা করতে গিয়ে এজ হলেন, লিটন দাস সহজেই বল লুফে নেন গ্লাভসে। দলীয় ২৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসে ভারত। 

ক্রিজে তখন শুবমান গিলের সঙ্গী চারে নামা ভিরাট কোহলি। আগের ইনিংসে ডাকের স্বাদ পাওয়া গিল এবার ফিরলেন ছন্দে। ভিরাট কোহলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। প্যাভিলিয়নে ফেরার আগে ১৭ রানের বেশি করতে পারেননি কোহলি। এরপর গিল আর পান্টের ব্যাটে চড়ে দিনের খেলা শেষ করে ভারত। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three