Image

বাদ যাচ্ছেন মেন্ডিস, অধিনায়ক হবেন আসালাঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাদ যাচ্ছেন মেন্ডিস, অধিনায়ক হবেন আসালাঙ্কা

বাদ যাচ্ছেন মেন্ডিস, অধিনায়ক হবেন আসালাঙ্কা

বাদ যাচ্ছেন মেন্ডিস, অধিনায়ক হবেন আসালাঙ্কা

টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক কুশল মেন্ডিস। চারিথ আসালাঙ্কা ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবেন। 

যথারীতি দিনেশ চান্দিমাল এলপিএলের পর সাদা বলের দলে ডাক পেতে যাচ্ছেন। যার মানে কুশল মেন্ডিসের অধিনায়কত্বের মেয়াদ শেষ। কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো এবং চান্দিমাল ফিরে আসায় ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা এবং ম্যাথুস ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়বেন।

২০২২ সাল থেকে ২০ ওভারের ফরম্যাটে কুশল মেন্ডিসের পারফর্ম্যান্স ছিল বলার মতোই। তবুও দলে হারালেন জায়গা। এই সময়কালে ৩২ ইনিংসে ব্যাট করতে নামা মেন্ডিস ৩০ গড়ে রান করেছেন মোট ৯৪৮। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৪৫। শুধুমাত্র বাটলার, সুরিয়াকুমার এবং ফিলিপসের ব্যাটিং গড় আর স্ট্রাইক রেট মেন্ডিসের চেয়ে বেশি। 

সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৬ জুলাই থেকে। নতুন সূচি অনুযায়ী, এক দিন পর শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। ২৭ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে পরের দিন ২৮ জুলাই। তৃতীয় ম্যাচটি হবে ৩০ জুলাই। প্রতিটি ম্যাচই হবে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এরপর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে কলম্বোয়, যথাক্রমে ২, ৪ ও ৭ আগস্ট। 

Details Bottom