Image

২০২৪ থেকে ছিটকে গেলেন মার্ক উড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
২০২৪ থেকে ছিটকে গেলেন মার্ক উড

২০২৪ থেকে ছিটকে গেলেন মার্ক উড

২০২৪ থেকে ছিটকে গেলেন মার্ক উড

কনুইয়ের চোটের কারণে বছরের বাকি অংশও মাঠের বাইরে থাকতে হবে ইংলিশ পেসার মার্ক উডকে। পাকিস্তান ও নিউজিল্যান্ড সফর মিস করবেন এই ফাস্ট বোলার। পরের বছরের শুরুতে অ্যাকশনে ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাসী উড।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে, ডান কনুইতে চোটের কারণে পেসার মার্ক উড ইংল্যান্ডের পাকিস্তান এবং নিউজিল্যান্ড সফর মিস করবেন। ইসিবির মেডিকেল টিমের সাথে কাজ চালিয়ে যাবেন, ২০২৫ সালের প্রথম দিকে পূর্ণ ফিটনেসে ফিরে আসার লক্ষ্যে। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের সময় ৩৪ বছর বয়সী উড ইনজুরড হন। আর তাতেই তিনি ছিটকে গেলেন লম্বা সময়ের জন্য। উড ইংল্যান্ডের বছরের শেষ ছয়টি টেস্ট মিস করবেন, অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে তিনটি এবং ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে।

উড বলেছেন তিনি পরের বছরের শুরুতে অ্যাকশনে ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাসী, 'আমি বছরের বাকি সময়গুলি মিস করব। সম্পূর্ণরূপে ফিরে আসার জন্য বিশ্রাম এবং নিজেকে গড়ে তোলার জন্য সময় প্রয়োজন। ২০২৫ সালের প্রথম দিকে বল হাতে দৌড়ানোর আশা করছি।' 

ইংল্যান্ডের সাদা বলের ভারত সফর এবং ২০২৫ এর ফেব্রুয়ারিতে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ রাখছেন মার্ক উড। 

Details Bottom