পাকিস্তান শাহীনসের কাছে পাত্তা পেল না বাংলাদেশ 'এ'
পাকিস্তান শাহীনসের কাছে পাত্তা পেল না বাংলাদেশ 'এ'
পাকিস্তান শাহীনসের কাছে পাত্তা পেল না বাংলাদেশ 'এ'
পাকিস্তান শাহীনসের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানের হার দেখল বাংলাদেশ 'এ' দল। আগে ব্যাট করে বাংলাদেশ করতে পারে কেবল ১৮৩ রান। সৌম্য, নাইম, হৃদয়ের ব্যর্থতার দিনে রান পেয়েছেন সাইফ হাসান ও রিশাদ হোসেন। সহজ লক্ষ্য টপকাতে পাকিস্তান শাহীনসের ২৭.৫ ওভারের বেশি লাগেনি। উসমান খান ও হাসিবউল্লাহর ব্যাট থেকে সমান ৭৩ রানের ইনিংস। ৮ উইকেটের জয়ে সিরিজ শুরু করল স্বাগতিকরা।
ইসলামাবাদ ক্লাব মাঠে টসে হেরে আগে ব্যাটিং বেছে নেয় তাওহীদ হৃদয়ের বাংলাদেশ 'এ' দল। ইনিংসের গোড়াপত্তন করতে নামা মোহাম্মদ নাইম শেখ ও সৌম্য সরকার হয়েছেন চরম ব্যর্থ। যথাক্রমে ৩০ ও ২৫ বল খেলেও দু'জনেই আউট হয়েছে সিঙ্গেল ডিজিটে। ২৫ বলে ৯ করা সৌম্য আব্বাস আফ্রিদির বলে ইনসাইড এজে হারান স্টাম্প। আরেক ওপেনার নাইম শেখ ব্যক্তিগত ৬ রানে ক্যাচ তুলেন উইকেটের পেছনে।
অধিনায়ক তাওহীদ হৃদয়ও ইনিংস বড় করতে পারেননি। প্যাভিলিয়নে ফেরত যান ২৯ বলে ১৩ রান নিয়ে। উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক করেন ৫। মোসাদ্দেক হোসেন সৈকত ১ রানের বেশি পাননি। তবে ১টি ছক্কা এবং ১০টি চারে ৪৭ বলে ৫৮ রান করেছেন সাইফ হাসান। তিনে নামা সাইফই এদিন দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন।
মাঝে ৭৩ বল খেলে ১২ রানের ইনিংসে থামেন শেখ মেহেদী হাসান। শেষদিকে অবশ্য ক্যামিও ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন রিশাদ হোসেন। ৪ চার ও ২ ছক্কায় রিশাদের ব্যাট থেকে আসে ৪০ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৮৩ রানে। খেলতে পারেনি ৩৬ ওভারের বেশি।
১৮৪ রানের টার্গেট টপকাতে নামা পাকিস্তান শাহীনস বাংলাদেশ 'এ' দলের বোলারদের পাত্তা দেয়নি। ওপেনার উসমান খান খেলেন ৭৩ রানের ইনিংস। হাসিবউল্লাহও অপরাজিত থাকেন ৭৩ রান করে। ফলে ২২.১ ওভার বাকি থাকতেই ৮ উইকেটের জয়ে মাঠ ছাড়ে পাকিস্তান শাহীনস।
বাংলাদেশের পেসাররা এদিন কোনো সুবিধাই করতে পারেননি। যে দুই উইকেট শিকার স্পিনারের দখলে। শেখ মেহেদী হাসান ১৯ রান খরচে পেয়েছেন ১ উইকেট। মোসাদ্দেকের শিকার বাকি ১, রান দিয়েছেন ১৫।
৩ ম্যাচের এই ওয়ানডে সিরিজে ১-০'তে এগিয়ে গেল পাকিস্তান শাহীনস। আগামী ২৮ আগস্ট সিরিজের ২য় ওয়ানডে, ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে।