ডাবল সেঞ্চুরির পথে মুশফিক, বাড়ছে লিড
- 1
সাইফ হাসান: টেস্ট ওপেনার থেকে টি-টোয়েন্টি অলরাউন্ডার, ফিরে আসার গল্পে আছেন এক কোচ
- 2
সিলেটে সাইফ-লিটনের দুর্দান্ত পারফরম্যান্সে নেদারল্যান্ডসকে ৮ হারালো বাংলাদেশ
- 3
নাসুম স্কোয়াডে থেকেও একাদশে না থাকাটা পরিকল্পনারই অংশ: সালাউদ্দিন
- 4
ডিউ ফ্যাক্টরের বিরুদ্ধে তাসকিনের শ্রেষ্ঠত্ব: সিলেটে বাংলাদেশের জয়
- 5
জয়ের বাইরেও প্রস্তুতির বার্তা: এশিয়া কাপের আগে কতটা তৈরি বাংলাদেশ?

ডাবল সেঞ্চুরির পথে মুশফিক, বাড়ছে লিড
ডাবল সেঞ্চুরির পথে মুশফিক, বাড়ছে লিড
পাকিস্তানের শক্তিশালী বোলিং অ্যাটাকের বিরুদ্ধে অভিজ্ঞ মুশফিকুর রহিম সময়ের সাথে ফিরেছেন চেনাছন্দে। একপ্রান্ত আগলে রাখা মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ের সাথে অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখার কাজটা দারুণভাবে সামলাচ্ছেন মিরাজ। দুজনেই পাল্লা দিয়ে রান যোগ করছেন। দেড়শত রানের মাইলফলক ছুঁয়ে ডাবলের দিকে ছুটছেন মুশফিক। বড় সংগ্রহের পথে হাঁটছে বাংলাদেশও।
১৪৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৪৯৫ রানে ব্যাট করছে বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগে সফরকারীদের লিড ৪৭ রানের। এই সেশনে ৩১ ওভার খেলা বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে জমা করেছে আরও ১০৬ রান। চা বিরতির ঠিক আগের ওভারে সালমান আলি আঘাকে ৪, ৬ হাঁকিয়ে মুশফিক পৌঁছে যান ১৭৩ রানে। তাকে দারুণভাবে সঙ্গ দেওয়া মিরাজের রান ৫০।
রাওয়ালপিন্ডি টেস্টে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে পাকিস্তানের ৪৪৮ রানের বাধা টপকে ৪৭ রানের লিড নিয়ে ফেলেছে বাংলাদেশ। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ২৭ রান দূরে মুশফিক। ক্যারিয়ারের ৭ম ফিফটি হাঁকিয়ে অপরাজিত আছেন মিরাজ। দু'জনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১৬৩ রান। বাংলাদেশের সংগ্রহ ৫০০ ছুঁইছুঁই।
রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন ১৩২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই ফেরেন লিটন দাস। এরপর মিরাজ-মুশফিকের জুটিতে প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। শুরু থেকেই দুর্দান্ত খেলা মুশফিক তুলে নেন ক্যারিয়ারের এগারো নম্বর সেঞ্চুরি। সেঞ্চুরি ছুঁতে মুশফিক খেলেছেন ২০০ বল। বাংলাদেশের হয়ে তারচেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মুমিনুল হকের (১২)।
লাঞ্চের পর ক্রিজে এসে মিরাজের সঙ্গে জুটি গড়ে দলকে লিড এনে দেন মুশফিক। ২৮৬ বল খেলে মুশফিক দেড়শত রানের মাইলফলক ছুঁয়েছেন, এরমধ্যে চার মারেন ১৮টি। এরপর ১২০ বলে হাফ সেঞ্চুরির দেখা পান মিরাজ।