ভারতের ৬ উইকেট নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ
ভারতের ৬ উইকেট নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ
ভারতের ৬ উইকেট নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ
চেন্নাইয়ে বাংলাদেশময় আরও এক সেশন। টেস্টের প্রথম দিনের প্রথম দুই সেশনে কেবল বাংলাদেশেরই আধিপত্য। টানা দুই সেশনে ৩টি করে উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনকে বেশ বিপাকেই ফেলেন হাসান মাহমুদ, নাহিদ রানা'রা। চা বিরতিতে যাওয়ার আগে ভারতের রান ৬ উইকেটে ১৭৬ রান। ক্রিজে অপরাজিত জাদেজা-অশ্বিন।
এই সেশনে খেলা হয়েছে ২৫ ওভার, ৩ উইকেট হারিয়ে ভারত রান পেয়েছে আরও ৮৮। দিনের প্রথম সেশনেও সমান ৮৮ রান করতে ভারত হারিয়েছিল ৩ উইকেট। ওয়ানডে মেজাজে ব্যাট করা রবিচন্দ্রন অশ্বিন ২১, তাকে সঙ্গ দেওয়া রবীন্দ্র জাদেজা অপরাজিত আছেন ৭ রানে।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ভারতের রান ছিল ৩ উইকেটে ৮৮। ফিরে এসেই রিশাব পান্টকে হারায় ভারত। ৬২৯ দিন পর টেস্ট ক্রিকেটে ফেরা উইকেটকিপার ব্যাটার পান্ট ৩৯ রানের ইনিংস খেলে ফেরত যান প্যাভিলিয়নে। তাকে ফিরিয়ে হাসান মাহমুদ দখলে নেন ফোর-ফার। ভারতের হারানো চার উইকেটের সবক'টিই যায় হাসান মাহমুদের ঝুলিতে।
এরমাঝেই টেস্ট ক্যারিয়ারে নিজের পঞ্চম ফিফটি ছুঁয়ে ফেলেন ইয়াশভি জাইসাওয়াল। রোহিত-কোহলিদের ব্যর্থতার দিনে জাইসাওয়াল একা হাতে লড়াই চালিয়ে দলকে এনে দিয়েছেন স্বস্তি। তবে ফিফটির পর জাইসাওয়ালকে বেশি দূর এগোতে দেননি নাহিদ রানা। ৫৬ রানে থাকা জাইসাওয়াল নাহিদ রানার পেস সামলাতে ব্যর্থ হয়ে ক্যাচ হন প্রথম স্লিপে থাকা সাদমান ইসলামের হাতে।
পরের ওভারে মেহেদী হাসান মিরাজ অ্যাকশনে এসে শিকার করেন নিজের প্রথম উইকেট। মেহেদীর বলে জাকির হাসানের বলে ক্যাচ তোলার আগে ১৬ রান করেন রাহুল। দলীয় ১৪৪ রানে ৬ষ্ঠ উইকেট হারায় ভারত। এরপর রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা মিলে দ্বিতীয় সেশনের বাকি সময়টা উইকেটে কাটিয়ে আসেন। ৪৮ ওভার শেষে ভারতের রান ৬ উইকেটে ১৭৬।
দিনের প্রথমে টসে জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বোলিং বেছে নেওয়া। এরপর বল হাতে নিয়ে রীতিমতো আগুন ঝরালেন হাসান মাহমুদ। সকালের প্রথম ঘন্টাতেই হাসান একে-একে শিকার করেন রোহিত-গিল-কোহলিকে। এরপর অবশ্য ইয়াশভি জাইসাওয়াল আর রিশাব পান্ট মিলে স্বস্তি ফেরান ভারতীয় ডাগআউটে।