Image

শাহীনসের বিপক্ষে সিরিজ জয়ের মিশনের আগে যা বললেন বিজয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শাহীনসের বিপক্ষে সিরিজ জয়ের মিশনের আগে যা বললেন বিজয়

শাহীনসের বিপক্ষে সিরিজ জয়ের মিশনের আগে যা বললেন বিজয়

শাহীনসের বিপক্ষে সিরিজ জয়ের মিশনের আগে যা বললেন বিজয়

বাংলাদেশ 'এ' এবং পাকিস্তান শাহীনস ক্রিকেট দলের প্রথম চারদিনের খেলা ড্র হওয়ার পর মঙ্গলবার ইসলামাবাদ দ্বিতীয় চারদিনের ম্যাচে মুখোমুখি হবে একে অপরের। দ্বিতীয় ম্যাচের জন্য পাকিস্তান শাহীনস তাদের স্কোয়াডে ৮ খেলোয়াড় পরিবর্তন করেছে। এবং টেস্ট স্কোয়াডের খেলোয়াড়রা জাতীয় দায়িত্বে চলে যাওয়ার পরে ছয়জন খেলোয়াড় বাংলাদেশ 'এ'-তে যোগ দিয়েছে।

দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ 'এ' দলের নেতৃত্ব দেয়া এনামুল হক বিজয় বলেন, 'দলে কিছু পরিবর্তনের পর আমরা দ্বিতীয় চার দিনের ম্যাচে সেরাটা দেওয়ার জন্য মনোযোগ রাখছি। প্রথম চারদিনের খেলা আমাদের জন্য পরীক্ষা ছিল এবং সেই অভিজ্ঞতা অবশ্যই আমাদের এই খেলায় সাহায্য করবে।'

আগামী ২১ আগষ্ট থেকে শুরু হবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। সেই ম্যাচ খেলতে 'এ' দল থেকে জাতীয় দলের সাথে যোগ দিয়েছে বেশ কিছু খেলোয়াড়। এ পরিবর্তন নিয়ে বিজয় বলেন, 'শাহীনসের স্কোয়াডের মতো, আমাদের দলও কিছু পরিবর্তন এসেছে। অভিজ্ঞ খেলোয়াড়রা জাতীয় দলের টেস্ট স্কোয়াডে চলে গেছে, তবে তরুণদের প্রতি আমার অনেক বেশি আস্থা আছে, তারা প্রতিভাবান এবং গতিশীল।' 

এনামুল হক বিজয় আরো বলেন, 'আমি সচেতন যে দ্বিতীয় চার দিনের ম্যাচটিতে কঠিন লড়াই হবে। এটির সাথে সিরিজ জয়ের ব্যাপার জড়িত। আমরা সবচেয়ে ভালোভাবে আমাদের দক্ষতা দেখাতে চাই, সাথে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করার জন্য উন্মুখ।'

বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড:এনামুল হক বিজয় (অধিনায়ক), হাসান মুরাদ, মাহিদুল ইসলাম অংকন, মোহাম্মদ নাইম, মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাদ্দেক হোসেন, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, সাইফ হাসান, শাহাদাত হোসেন, সৌম্য সরকার, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, তৌহিদ হৃদয়, জাকির হোসেন। অনিক আলী 

পাকিস্তান শাহীনসের স্কোয়াড:কামরান গোলাম (অধিনায়ক), আবরার আহমেদ, আলী জারিয়াব, গোলাম মুদাসার, ইমাম-উল-হক, মেহরান মুমতাজ, মোহাম্মদ আওয়াইস আনোয়ার, নিয়াজ খান, কাসিম আকরাম, রোহেল নাজির (উইকেটরক্ষক), সাদ বেগ , সাদ খান, শারুন সিরাজ ও উমর আমিন।

Details Bottom