জাম্পার যে রেকর্ড আগেই ছুঁয়েছেন সাকিব, মুস্তাফিজ
-
1
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
-
2
বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
-
3
সৌন্দর্য্যে বিশ্বচর্চায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
-
4
রেকর্ডে ভরা সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ স্পিনের রাজত্ব
-
5
উইকেট নয়, নিজেদের দুর্বলতা স্বীকার উইন্ডিজ কোচ স্যামির
জাম্পার যে রেকর্ড আগেই ছুঁয়েছেন সাকিব, মুস্তাফিজ
জাম্পার যে রেকর্ড আগেই ছুঁয়েছেন সাকিব, মুস্তাফিজ
অস্ট্রেলিয়ার ৯ উইকেটে জয়, টানা ৩ জয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইট পর্বে। অ্যান্টিগায় নামিবিয়াকে মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে পাওয়ার প্লেতেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট শিকার করা অ্যাডাম জাম্পা এই ম্যাচে ছুঁয়েছেন নতুন রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের কীর্তি গড়েছেন অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের এলিট ক্লাবে জাম্পা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশো উইকেটের ক্লাবে জাম্পা হলেন ১৫তম বোলার। ১০০ উইকেটের দেখা পেতে জাম্পাকে ৮২ ইনিংসে বল করতে হয়েছে মোট ১৭৮৭টি।
নামিবিয়াকে অল্পতেই গুটিয়ে দেওয়ার কাজটা করেছেন মূলত স্পিনার অ্যাডাম জাম্পা। ৪ ওভারে ১২ রান খরচায় ৪ উইকেট, তার এই বোলিং ফিগার রীতিমতো চোখ ধাঁধানো। স্বাভাবিকভাবে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই।
বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে শততম উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ১২৪ ম্যাচে ১২২ ইনিংসে ১৪৬ উইকেট নেওয়া সাকিব সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার দুই নম্বরে। ১৫৭ উইকেট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ডের টিম সাউদি। লিস্টের পাঁচ নম্বরে থাকা মুস্তাফিজ ৯৮ ম্যাচ খেলে এখন পর্যন্ত পেয়েছেন ১২৩ উইকেট।।
