Image

মুশফিক, লিটনের দাপটে রাওয়ালপিন্ডিতে উড়ছে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মুশফিক, লিটনের দাপটে রাওয়ালপিন্ডিতে উড়ছে বাংলাদেশ

মুশফিক, লিটনের দাপটে রাওয়ালপিন্ডিতে উড়ছে বাংলাদেশ

মুশফিক, লিটনের দাপটে রাওয়ালপিন্ডিতে উড়ছে বাংলাদেশ

সাইম আইয়ুবের প্রথম টেস্ট উইকেট সাকিব আল হাসান। চা বিরতির ঠিক আগের বলে ৭ রানের আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফেরত যান সাদমান ইসলাম। দ্রুত সাকিবকে হারালেও মুশফিক, লিটনের ব্যাটে চড়ে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। ৫ উইকেটে বাংলাদেশের রান ৩১৬। মুশফিকের পর লিটন দাস ফিফটি ছুঁয়েছেন ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে। লিটন আগ্রাসী হলেও অপর প্রান্তে সাবলীল ব্যাটিং করে যান মুশফিক।

আজ সারাদিন রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ব্যাট করেছে ৮০ ওভার। ৫ উইকেট হারানোর বিপরীতে টাইগাররা স্কোরবোর্ডে জমা করেছে ৩০৪ রান। পাকিস্তানের চেয়ে এখনও ১৩২ রানে পিছিয়ে বাংলাদেশ। মুশফিক ৫৫, লিটন নামের পাশে ৫২ রান নিয়ে কাল ফের ব্যাটিংয়ে নামবেন। 

শাহীন শাহ আফ্রিদিকে বাউন্ডারি হাঁকিয়ে ১০৪ বলে টেস্ট ক্যারিয়ারের ২৮তম ফিফটি পূর্ণ করেন মুশফিক। এদিনই মুশফিক ছুঁয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে এই রেকর্ডের মালিক হলেন মুশফিকুর রহিম। 

২০২২ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমে ওপেনার সাদমান ইসলাম সেঞ্চুরির পথেই এগিয়ে যাচ্ছিলেন। দারুণ ব্যাটিংয়ের পর দুর্ভাগ্যজনকভাবে ৭ রানের জন্য সেঞ্চুরি পেলেন না। তৃতীয় দিনের চা বিরতির আগে ৬৬ ওভারে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ১৯৯।

সাইম আইয়ুবকে অ্যাকশনে এনেই গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু পায় পাকিস্তান। সাকিব আল হাসান সাইমের প্রথম টেস্ট উইকেট। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে কাভার ড্রাইভ খেলার চেষ্টায় ব্যর্থ সাকিব, ক্যাচ হন শান্ত মাসুদের হাতে! ২১৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। 

মুশফিকুর রহিম এরপর সঙ্গী হিসাবে পান লিটন দাসকে। তারা দুজন পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৪৪ রান তুলে দিনের খেলা শেষ করেন। এই জুটি দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছে। 

ওয়ানডে মেজাজেই ব্যাট করছেন লিটন। দারুণ ব্যাটিংয়ে এই বাঁ-হাতি ব্যাটার মাত্র ৫২ বলেই ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেছেন। তার ঠিক বিপরীত মেজাজে ছিলেন মুশফিক। পাক পেসার নাসিম শাহর এক ওভারে তিন চার ও ১ ছক্কা মেরেছেন দুই লিটন। ১ ওভারে ১৮ নিয়ে এই ব্যাটার টেস্টে ১৭ নম্বর ফিফটি পেয়ে গেছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three