বদলে গেলো বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের ভেন্যু
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 5
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
বদলে গেলো বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের ভেন্যু
বদলে গেলো বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের ভেন্যু
বদলে গেলো বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের ভেন্যু। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ৩০ আগস্ট থেকে করাচিতে শুরু হওয়ার কথা থাকলেও সেটা আর সেখানে হচ্ছেনা। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট দুটি ভেন্যুতে নয় বরং একটি ভেন্যুতেই খেলবে পাকিস্তান, জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সুতরাং প্রথম ও দ্বিতীয় অথ্যৎ উভয় টেস্টই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেনো ভেন্যু বদল করা হয়েছে তার বিস্তারিত কারণ ব্যাখ্যা করেছে পিসিবি। বিবৃতিতে ক্রিকেটারদের নিরাপত্তার ওপর জোর দিয়ে বলা হয়, ‘ভেন্যু প্রস্তুতের ব্যাপারে নির্মাণ বিশেষজ্ঞদের মতামত জানতে চেয়েছি আমরা। তারা বলেছেন, সংস্কারের পাশাপাশি খেলা সম্ভব, কিন্তু এই শব্দ দূষণ খেলোয়াড়দের বিরক্ত করবে। এছাড়া নির্মাণ কাজের ধুলো খেলোয়াড়, কর্মকর্তা, ও মিডিয়ার স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।’
২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। তার জন্য করাচি স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে বলে, সে ম্যাচে গ্যালারিতে কোনো দর্শক না রাখার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। তবে সে সিদ্ধান্ত থেকেও সরে এসেছে পিসিবি ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভেন্যু প্রস্তুত করতে যেহেতু নির্মাণ কাজের কোনো বিরতি দেওয়া যাবে না, পিসিবি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দুটি টেস্টই রাওয়ালপিন্ডিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।’
এদিকে ইসলামাবাদে পাকিস্তান শাহীনস ও বাংলাদেশ ‘এ’ তাদের সিরিজ চালিয়ে যাবে। প্রথম চারদিনের ম্যাচ ড্র হওয়ার পর, দ্বিতীয় চারদিনের ম্যাচটি ২০ আগস্ট ইসলামাবাদ ক্লাবে শুরু হবে, এরপর ২৬, ২৮ এবং ৩০ আগস্ট তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।