Image

বাংলাদেশ সিরিজের আগে ভারতকে সতর্ক করলেন গাভাস্কার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ সিরিজের আগে ভারতকে সতর্ক করলেন গাভাস্কার

বাংলাদেশ সিরিজের আগে ভারতকে সতর্ক করলেন গাভাস্কার

বাংলাদেশ সিরিজের আগে ভারতকে সতর্ক করলেন গাভাস্কার

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে রোহিত, কোহলিদের সতর্ক করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। পাকিস্তানের ঘরের মাঠে তাদেরকে হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশকে আর হালকা ভাবে নেয়ার সুযোগ নেই। বরং গাভাস্কারের মতে, টেস্টে বাংলাদেশ এখন সমীহ করার মতো শক্তিশালী দল।

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ, বিপরীতে ভারতের জয় ১৩টি। এমন একটা দলকে স্বভাবতই হালকা ভাবে নেবে ভারত। ঠিক একারণেই ভারতকে সতর্ক করেছেন সুনীল গাভাস্কার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টেস্টে ভালো খেলছে। পেস আক্রমণেও যথেষ্ট শক্তিশালী দলটা।

ভারতের মিড-ডে পত্রিকায় এক কলামে সুনীল গাভাস্কার লিখেছেন, ‘পাকিস্তানকে পাকিস্তানের মাঠে দুই টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে তারা গোনায় ধরার মতো শক্তি। এমনকি দুই বছর আগে ভারত যখন বাংলাদেশ সফরে গিয়েছিল, তখন কঠিন লড়াইয়ের মুখে পড়েছিল। এখন পাকিস্তানকে সিরিজে হারানোর পর তারা ভারতের বিপক্ষেও লড়তে প্রস্তুত।’

গাভাস্কার আরো বলেন, ‘ওদের দারুণ কিছু খেলোয়াড় আছে এবং প্রতিশ্রুতিশীল কিছু খেলোয়াড় আছে যারা আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে প্রতিপক্ষ দেখে চমকে যাওয়ার অভ্যাস কাটিয়ে উঠেছে। এখন ওদের বিপক্ষে যারাই খেলবে, তারা জানে এক মুহূর্তের জন্যও মনঃসংযোগে ছাড় দেওয়া যাবে না। পাকিস্তান সেটা ভালোভাবেই টের পেয়েছে। এই সিরিজ দেখার জন্য অপেক্ষা করাই যায়।’

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

Details Bottom
Details ad One
Details Two
Details Three