Image

২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট!

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট!

২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট!

২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট!

অলিম্পিকে ফিরছে ক্রিকেট।  ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবারও দেখা যাবে ক্রিকেট। অলিম্পিকে ক্রিকেটকে প্রতিনিধিত্ব দেয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেট স্কটল্যান্ড। 

অনেক বছর অলিম্পিকে ছিলো না ক্রিকেট। অবশেষে গত বছরের শেষ দিকে অলিম্পিকে খেলতে অনুমোদন পায় ক্রিকেট। তবে কোন ফরম্যাটে খেলা হবে, কতগুলো দল অংশ নেবে এগুলো এখনো অনিশ্চিত।

অলিম্পিকে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড মিলে গঠিত গ্রেট ব্রিটেন একসঙ্গে একটা দল হিসাবে অংশ নেয়। অন্যদিকে ক্রিকেটে অংশ নেয় আলাদা দল হিসাবে। তবে অলিম্পিকের ক্রিকেটের ক্ষেত্রে তারা একসঙ্গেই একটা দল হিসাবে অংশ নেবে। স্বাভাবিকভাবেই গ্রেট ব্রিটেনের নেতৃত্ব থাকবে  ইসিবির কাছে। এজন্য এখন থেকেই ক্রিকেট স্কটল্যান্ড তাদের খেলোয়াড়দের গ্রেট ব্রিটেন দলে সুযোগ পাওয়ার পরিকল্পনা করছে।

ইএসপিএনক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে ইসিবির একজন বলেছেন, "লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের এখনো চার বছর দূরে। দল গঠনটা একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। তবে আমরা পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সাথে কথা বলছি আবারো গ্রেট ব্রিটেনের অলিম্পিয়ানরা এ বছর প্যারিসে তাদের কীর্তিকলাপের মাধ্যমে জাতীয়তাবাদের মানসিকতাকে ধারণ করেছে। ২০২৮ সালে যখন ক্রিকেট অলিম্পিক মঞ্চে ফিরবে, তখন আমরা প্রতিযোগিতার জন্য একসাথে কাজ করার জন্য উন্মুখ।"

ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যান্ডি অ্যানসন বলেন,  "কীভাবে চারটি দেশ একসাথে আসতে পারে সেই ব্যাপারে আমরা গলফ, রাগবি এবং নারীদের ফুটবল ইভেন্টে ভালো অভিজ্ঞতা পেয়েছি। একটি দেশকে প্রধান নিয়ন্ত্রক সংস্থা হিসাবে মনোনীত করা এবং অন্যান্য দেশের সাথে কাজ করার বিষয়টাতে আমি মনে করি ক্রিকেটের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।"

অ্যান্ডি অ্যানসন আরো বলেন, "ইসিবি দল গঠনের কেন্দ্রে থাকবে। সঠিকভাবে যাতে সব সম্পন্ন হয়, তা নিশ্চিতের জন্য ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কাজ করতে হবে। আমরা তাদের আসতে এবং চুক্তি স্বাক্ষরে সহায়তা করব। ন্যাশনাল গভর্নিং বডি, যেমনটা আমরা অন্যান্য খেলায় করেছি, সেভাবে ইসিবির সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। যাতে তারা সম্পূর্ণভাবে জাতীয় অলিম্পিক কমিটির সদস্য হতে পারে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three