সাকিব কবে দেশে ফিরবেন? 'অ্যাভেইলেবল মানেই সিলেক্টেড নন'
সাকিব কবে দেশে ফিরবেন? 'অ্যাভেইলেবল মানেই সিলেক্টেড নন'
সাকিব কবে দেশে ফিরবেন? 'অ্যাভেইলেবল মানেই সিলেক্টেড নন'
সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নন ছিলেন সংসদ সদস্য। তবে বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশে ভেঙে দেওয়া হয়েছে সংসদ। এজন্য সাকিবের বর্তমান পরিচয় শুধুই একজন ক্রিকেটার। সাকিব এখন অবস্থান করছেন কানাডায় খেলছেন গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। সামনে রয়েছে পাকিস্তান সফর। সাংবাদিকদের প্রশ্ন সাকিব কবে দেশে ফিরবেন?
প্রশ্নের উত্তরে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেছেন, ‘দেখুন, সাকিব আল হাসানের ১২ আগস্ট পর্যন্ত এনওসি আছে। ১৩ই আগস্ট তার দেশে আসার কথা অথবা আমাদের রিপোর্ট করার কথা। আজকে হচ্ছে ৭ই আগস্ট। তার আরও দুই তিনটা খেলা আছে। আমি তার সঙ্গে যোগাযোগ করবো। ’
ছাত্রদের আন্দোলনে সমর্থন না দেয়ায় এবং স্বৈরাচারী সরকার দলীয় হওয়ায় দেশে সাকিবের নিরাপত্তা নিয়ে রয়েছে শঙ্কা। সেইক্ষেত্রে তাকে আলাদা নিরাপত্তার দেবে কি বিসিবি? এমন প্রশ্নের উত্তরে নাফিস বলেন,
‘নিরাপত্তার ব্যাপার তো আছে। এটা শুধু সাকিব আল হাসান ব্যাপার বলেই নয়। এখানে আপনার নিরাপত্তার ব্যাপার আছে, এখানে আমার সিনিয়র ভাইদের নিরাপত্তার ব্যাপার রয়েছে। সাকিব আল হাসান এখন একজন ক্রিকেটার। গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী উনি আর সংসদ সদস্য নন। উনি একজন ক্রিকেটার।'
শাহরিয়ার নাফিস আরো বলেন, ‘যেহেতু ১২-ই আগস্ট পর্যন্ত তার এনওসি রয়েছে। তারপর তার বাংলাদেশ ক্রিকেট দলে যোগ দেওয়ার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল এখন পর্যন্ত কিন্তু পাকিস্তান সিরিজের দল ঘোষণা করেনি। যখন ঘোষণা করে, যখন তিনি দলে থাকবেন তখন একরকম। আর না থাকলে আরেকরকম। ’
পাকিস্তান সিরিজে সাকিবের থাকা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এটাই বোঝা যাচ্ছে নাফিসের কথায় , ‘একটা প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান এভেইলেবল আছেন কি না। আরেকটা ব্যাপার হচ্ছে তিনি সিলেক্টেড হন কি না। শাব্দিক পার্থক্য সবাই বুঝতে পারে। ’