৩ ক্যাচ, ২ রিভিউ মিসের দিনে বাংলাদেশ পেল ৪ উইকেট
৩ ক্যাচ, ২ রিভিউ মিসের দিনে বাংলাদেশ পেল ৪ উইকেট
৩ ক্যাচ, ২ রিভিউ মিসের দিনে বাংলাদেশ পেল ৪ উইকেট
সিলেট টেস্টে বিবর্ণ হারের পর চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল। তবে এখানেও স্বাগতিকদের হতাশা চলমান। তিন ক্যাচ মিসের দিনে বাংলাদেশের বোলাররা পেল মোটে ৪ উইকেট, এর মাঝে বাজেভাবে খরচ করেছে দুই রিভিউ। তবে একটা জায়গায় স্বস্তি পেতে পারে টাইগাররা; দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপে পুড়েন কুশল মেন্ডিস ও দিমুথ করুণারত্নে। ৯০ ওভার খেলা শ্রীলঙ্কা কেবল ৪ উইকেট হারিয়ে পেয়েছে ৩১৪ রান।
দিনের প্রথম সেশনে উইকেট শূন্য থাকা বাংলাদেশ দল শেষ দুই সেশনে পেয়েছে দু'টি করে উইকেট। সাকিবের ঘূর্ণির ফাঁদে পড়ে সেঞ্চুরি মিস মেন্ডিসের। অভিষেক টেস্টে করুণারত্নকে বোল্ড করে প্রথম টেস্ট উইকেট হাসান মাহমুদের। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুসকেও নিজের শিকার বানান হাসান মাহমুদ। স্লিপে মিরাজের টানা দুই দুর্দান্ত ক্যাচ।
২৮৯ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কা অবশ্য দিনের বাকি সময় আর কোনো বিপদে পড়েনি। দীনেশ চান্দিমালের সঙ্গী হয়ে দলের সংগ্রহ বড় করতে থাকেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। আর তাতেই তিনশ ছাড়িয়ে দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩১৪।
টসে হেরে আগে বোলিং করতে নেমে প্রথম সেশনে টাইগারদের জন্য মেলেনি কোনো সাফল্য। তবে ক্যারিয়ারের তৃতীয় অভিষেক উইকেট শিকারের আনন্দে ভাসতে পারতেন হাসান মাহমুদ, যদি না স্লিপে দাঁড়ানো মাহমুদুল জয়ের হাত থেকে বল ফস্কে যেত। ২৭ ওভার খেলে স্কোরবোর্ডে ৮৮ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা।
এরপর ইনিংসের ২২তম ওভারের শেষ বল, হাসান মাহমুদ আরও একবার হতাশায় ডুবলেন। এবার বাউন্ডারি লাইনে এগিয়ে থাকা সাকিব আল হাসান বল হাতে নিতে না পেরেই নিজেই অতিক্রম করলেন সীমানা। শ্রীলঙ্কার ৯৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে রান আউটে। লাঞ্চ বিরতি থেকে ফিরেই বাংলাদেশ পায় কাঙ্ক্ষিত উইকেট। নিশান মাদুশকা দৌড়ে দুই নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন ব্যক্তিগত ৫৭ রানে। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে দলের সংগ্রহ টানতে থাকেন মেন্ডিস। ৯৭ বলে পঞ্চাশ ছুঁয়েছেন করুণারত্নে। সঙ্গী কুশলের ব্যাট থেকে ফিফটি আসে ৮৭ বলে।
৫৮ ওভারে ২ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে ২১৪ রান নিয়ে চা বিরতিতে যায় শ্রীলঙ্কা। অবশেষে নামের পাশে উইকেট জমা করতে পারলেন হাসান মাহমুদ। তবে এবার আর ফিল্ডারদের কাছে তাকে যেতে হয়নি উইকেটের জন্য, বোল্ড করেই নিশ্চিত করেন সাদা পোশাকে নিজের প্রথম উইকেট। ইনিংসের ৫৬ তম ওভারে হাসান মাহমুদ অ্যাকশনে আসতেই গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু পায় দল। ৮৬ রানে থাকা লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে ইনসাইড এজে হারিয়েছেন স্টাম্প।
করুণারত্নের মতো সেঞ্চুরির পথেই ছিলেন মেন্ডিস। তবে সাকিবের ঘূর্ণিতে পরাস্ত মেন্ডিস ব্যক্তিগত ৯৩ রানে মিরাজের হাতে ক্যাচ হন স্লিপে। ব্যক্তিগত ১০ রানে উইকেটকিপার আর স্লিপের মাঝে দিয়ে চলে যায় ম্যাথুসের এক ক্যাচ। এ নিয়ে তৃতীয়বারের মতো একদিনে ক্যাচ মিসের আক্ষেপে পুড়ল বাংলাদেশ। তবে নতুন জীবন পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুস অবশ্য বেশিদূর ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেননি। হাসান মাহমুদ নিজের দ্বিতীয় শিকার বানিয়েছেন ২৩ রানে থাকা ম্যাথুসকে। স্লিপে দাঁড়িয়ে টানা দুইবার দুর্দান্তভাবে মিরাজ লুফে নেন ক্যাচ।
সিলেটে ৩২৮ রানের জয়ে সিরিজে এগিয়ে আছে সফরকারী শ্রীলঙ্কা। ২০২৩-২৫ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে সমতা আনতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।