Image

যে কীর্তি লিটন দাস ছাড়া বাংলাদেশের আর কারও নেই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যে কীর্তি লিটন দাস ছাড়া বাংলাদেশের আর কারও নেই

যে কীর্তি লিটন দাস ছাড়া বাংলাদেশের আর কারও নেই

যে কীর্তি লিটন দাস ছাড়া বাংলাদেশের আর কারও নেই

চলতি পাকিস্তান সিরিজে বাংলাদেশের হয়ে এক সিরিজে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস। দুই টেস্ট মিলিয়ে সরাসরি ১২টি আউটের সঙ্গে যুক্ত ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। লিটনের আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ছিলো মুশফিকুর রহিমের। তার ডিসমিসালের সংখ্যা ছিলো ১১টি। সেটাও ছিল ৩ ম্যাচের সিরিজ।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ৬ পাকিস্তানি ব্যাটারকে আউট করতে সরাসরি অবদান রাখেন লিটন। পাকিস্তানের প্রথম ইনিংসে শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে শান মাসুদ ও বাবর আজমের ক্যাচ ধরেন লিটন। এবং মিরাজের বলে সৌদ শাকিলকে করেন স্ট্যাম্পিং।

দ্বিতীয় ইনিংসে শরিফুলের বলে উইকেটের পেছনে সাইম আইয়ুবের ক্যাচ ধরেন। হাসান মাহমুদের বলে ক্যাচ ধরে আউট করেন শান মাসুদকে। সাকিব আল হাসানের বলে আবারো স্ট্যাম্পিং করেন সৌদ শাকিলকে।

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও উইকেটের পেছনে থাকা লিটন দাসের ডিসমিসাল ৬টি। পেসারদের বলে ৮ ক্যাচের সঙ্গে স্পিনারদের বলে ৪ স্টাম্পিং। পাকিস্তানের প্রথম ইনিংসে স্ট্যাম্পিং করেন সাইম আইয়ুব এবং আবরার আহমেদকে। দ্বিতীয় ইনিংসে উইকেটের পেছনে ক্যাচ ধরেন আব্দুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম,সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানের।

Details Bottom
Details ad One
Details Two
Details Three