বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১ম টেস্টের স্কোয়াডে বদল
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১ম টেস্টের স্কোয়াডে বদল
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১ম টেস্টের স্কোয়াডে বদল
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে ঘোষিত দলে ২ পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট দল। লেগ স্পিনার আবরার আহমেদ ও ব্যাটার কামরান গুলামকে বাদ দেয়া হয়েছে প্রথম টেস্ট থেকে। তবে উভয়েই জাতীয় দলে দ্বিতীয় টেস্টের আগে যোগ দেবেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাওয়ালপিন্ডি টেস্টে পেসনির্ভর আক্রমণভাগ মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা। এ সময়ে আবরারকে জাতীয় দলের বেঞ্চে না রেখে ম্যাচ অনুশীলনের জন্য পাকিস্তান শাহীনস দলে পাঠানো হচ্ছে। এতে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতির সুযোগ পাবেন আবরার।
দল থেকে একমাত্র স্বীকৃত স্পিনারকে সরিয়ে ফেলা মানে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান খেলতে নামবে পুরো পেস নির্ভর বোলিং আক্রমণ নিয়ে।
এই মুহুর্তে পাকিস্তানে শুধু বাংলাদেশ জাতীয় দল ই নয় বাংলাদেশ 'এ' দল ও অবস্থান করছে। একই সময়ে পাকিস্তান জাতীয় দল ও পাকিস্তান শাহিনসের সাথে সিরিজ খেলবে তারা। ২০ আগস্ট শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। মূলত সেখানে যোগ দিতেই আবরার আহমেদ ও কামরান গুলামকে জাতীয় দল থেকে সরিয়ে দেয়া হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে সম্ভব্য শক্তিশালী দল গঠন করতেই পাকিস্তানের এই কৌশলগত পরিবর্তন। বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত, তাই সিরিজটি গুরুত্ব সহকারে দেখছে পাকিস্তান।
স্পিনার আবরার আহমেদকে পাওয়া না গেলেও অলরাউন্ডার আগা সালমানকে অফ স্পিনার হিসেবে খেলানোর পরিকল্পনা আছে বলে আগেই জানিয়েছেন কোচ জেসন গিলেস্পি। তাছাড়া পেস বোলিং আক্রমণে আছেন শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মীর হামজা, মোহাম্মদ আলি, আমির জামাল ও খুররম শেহজাদ।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে।