Image

৭ ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ নারী 'এ'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৭ ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ নারী 'এ'

৭ ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ নারী 'এ'

৭ ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ নারী 'এ'

সাদা বলের সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ নারী 'এ' ক্রিকেট দল। এই সিরিজে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দল ২ টি ওয়ানডে ম্যাচ এবং ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পৌছাবে ৫ সেপ্টেম্বর। দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ও ১০ সেপ্টেম্বর। ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২,১৩,১৫,১৭,১৯ সেপ্টেম্বর। 

ম্যাচের সময়সূচি:

প্রথম ওয়ানডে - ৮ সেপ্টেম্বর - ভ্যেনু, আর্মি গ্রাউন্ডস, প্যানাগোডা।
দ্বিতীয় ওয়ানডে- ১০ সেপ্টেম্বর - ভ্যেনু, থাস্টার্ন,কলোম্বো

প্রথম টি-টোয়েন্টি - ১২ সেপ্টেম্বর - ভেন্যু, ওভাল, কলোম্বো 
দ্বিতীয়  টি-টোয়েন্টি - ১৩ সেপ্টেম্বর,  ভেন্যু, ওভাল, কলোম্বো
তৃতীয়  টি-টোয়েন্টি - ১৫ সেপ্টেম্বর, ভেন্যু, এসএসসি, কলোম্বো
চতুর্থ টি-টোয়েন্টি - ১৭ সেপ্টেম্বর,  ভেন্যু, থাস্টার্ন, কলোম্বো 
পঞ্চম টি-টোয়েন্টি - ১৯ সেপ্টেম্বর, ভেন্যু, কলোম্বো কোল্টস।

Details Bottom
Details ad One
Details Two
Details Three