Image

দক্ষিণ আফ্রিকার শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দক্ষিণ আফ্রিকার শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা

দক্ষিণ আফ্রিকার শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা

দক্ষিণ আফ্রিকার শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ম্যাথু ব্রিটজকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্কোয়াডে। তবে মার্কো জানসেনকে বিশ্রাম দিয়েছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। ম্যাথু ব্রিটজকে ব্যাক-আপ ব্যাটার হবেন বলে আশা করা হচ্ছে। 

ম্যাথু ব্রিটজকে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রথম টেস্ট ডাক পেয়েছেন; অন্যদিকে মার্কো জানসেন বিশ্রাম নিলেন। ২৫ বছর বয়সী ব্রিটজকে অবশ্য জাতীয় দলের জার্সিতে ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন, বর্তমানে কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছেন। 

উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকেল্টনকে দলে ফেরানো হয়েছে; ডেন প্যাটারসন এবং ডেন পিড তাদের জায়গা ধরে রেখেছেন। গত নিউজিল্যান্ড সিরিজেও তারা দলের সাথে ছিলেন। দলে একমাত্র পেস-বোলিং অলরাউন্ডার হলেন মুল্ডার। যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। 

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়ার আগে ডারবানে চারদিনের ক্যাম্প করবে তারা। প্রথম টেস্ট হবে পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদে ৭ আগস্ট থেকে। দ্বিতীয় টেস্ট গায়ানায় অনুষ্ঠিত হবে ১৫ আগস্ট থেকে।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: 

টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিডট, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইনে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three