Image

পাকিস্তান শাহীনসের কাছে বাংলাদেশ অলআউট ১২২ রানে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান শাহীনসের কাছে বাংলাদেশ অলআউট ১২২ রানে

পাকিস্তান শাহীনসের কাছে বাংলাদেশ অলআউট ১২২ রানে

পাকিস্তান শাহীনসের কাছে বাংলাদেশ অলআউট ১২২ রানে

ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের প্রথম ম্যাচে শুরুতেই বৃষ্টির বাঁধা, নির্ধারিত সময়ের অনেক পরে হয়েছে টস। পাকিস্তান শাহীনসের বিপক্ষে এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটাররা খেলতে পারে কেবল ৪৪.৩ ওভার, গুটিয়ে গেছে কেবল ১২২ রান করতেই। সর্বোচ্চ ৬৫ ওপেনার মাহমুদুল হাসান জয়ের। 

দুই ম্যাচের চারদিনের এই সিরিজের প্রথম ম্যাচটি শুরু হল আজ। এই ম্যাচের একাদশে উভয় দলেই রয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের ছড়াছড়ি। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক এনামুল হক বিজয় টসে জিতে আগে ব্যাটিং বেছে নেন। 

ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে বৃষ্টির কারণে সকালে শুরু হয়নি ম্যাচ। পরে পাকিস্তানের স্থানীয় সময় দুপুর ২ টায় শুরু হয় খেলা। মীর হামজার পেস সামলাতে না পেরে স্টাম্প হারান ওপেনার জাকির হাসান। ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের রান যখন ২৯, শুরু হয় চা বিরতি। 

দিনের শেষ সেশনে সবকটি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। বিপরীতে পাক পেসার নাসিম শাহ মাত্র ২৪ রান খরচায় দখলে নেন ৩ উইকেট। 

শেষ পর্যন্ত ৪৪.৩ ওভারে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ১২২ রানে। এরপর আলোক স্বল্পতার ইস্যুতে দিনের খেলা বন্ধ হলে ২ ওভারে পাকিস্তানের রান ২। 

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এবং সিনিয়রদের সঙ্গে তরুণদেরও নিজেদের চেনানোর জন্য সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three