Image

কোলকাতা নাইট রাইডার্স ৩য় বার জিতল আইপিএলের শিরোপা, সাকিবকে ছাড়া ১ম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কোলকাতা নাইট রাইডার্স ৩য় বার জিতল আইপিএলের শিরোপা, সাকিবকে ছাড়া ১ম

কোলকাতা নাইট রাইডার্স ৩য় বার জিতল আইপিএলের শিরোপা, সাকিবকে ছাড়া ১ম

কোলকাতা নাইট রাইডার্স ৩য় বার জিতল আইপিএলের শিরোপা, সাকিবকে ছাড়া ১ম

২০১২ সালে প্রথমবার আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর শিরোপা জিতেছিল কোলকাতা নাইট রাইডার্স (কেকেআরো। ২০১৪ তে দ্বিতীয়বারের মত শিরোপার স্বাদ পায় তাঁরা। দুবারই কেকেআর শিবিরের অংশ ছিলেন সাকিব আল হাসান। তৃতীয় দফায় ২০২৪ আইপিএলে শিরোপা জেতার সময় অবশ্য সাকিব নেই শ্রেয়াস আইয়ারের দলে।

ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে নাস্তানাবুদ করে নিজেদের ৩য় শিরোপা নিশ্চিত করল কোলকাতা নাইট রাইডার্স। একটি শিরোপা নিয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হল সানরাইজার্সকে। ২০১৬ সালে যেবার ফ্র্যাঞ্চাইজিটি শিরোপা জিতেছিল সেবার দলটির হয়ে খেলে সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। 

চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে ২০২৪ আইপিএল ফাইনালে টসে জিতে আগে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ। গোটা টুর্নামেন্টে পাওয়ার হিটিং দিয়ে মুগ্ধতা ড়ানো দলটি এদিন খেই হারায়। 

প্রথম ওভারের ৫ম বলেই ওপেনার অভিষেক শর্মা বোল্ড হন মিচেল স্টার্কের দারুণ এক ডেলিভারিতে। অপর ওপেনার ট্রাভিস হেড ফেরেন ২য় ওভারের শেষ বলে। ভৈভব আরোরার বলে রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের স্বাদ পান তিনি। 

তিনে নামা রাহুল ত্রিপাঠিও দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। ১৩ বলে ৯ রান করে মিচেল স্টার্কের ২য় শিকারে পরিণত হন তিনি। চারে নেমে এইডেন মার্করাম  রান করলেও খেলেন  বল। নিতিশ কুমার রেড্ডী ১৩, হেনরিখ ক্লাসেন ১৬ রান করেন। 

এছাড়া দুই অঙ্ক স্পর্শ করেন কেবল অধিনায়ক প্যাট কামিন্স। ৯ এ নেমে ১৯ বলে ২৪ রান করে দলকে ১০০ এর গন্ডি পার করান কামিন্স। ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। 

১৯ রান খরচে ৩ উইকেট নেন আন্দ্রে রাসেল। ২ টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও হারশীত রানা। ১ টি করে শিকার ভৈভব আরোরা, সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর। 

জবাব দিতে নেমে ২য় ওভারেই সুনীল নারাইনের উইকেট হারায় কোলকাতা। ২ বলে ৬ রান করেন তিনি। তবে ২য় উইকেট জুটিতে ৯১ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার। ৩৯ রান করে আউট হন গুরবাজ। তবে ২৬ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫২ রান করে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ। ৩ বলে ৬ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। 

৯.৩ ওভার ও ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কোলকাতা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three