বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান
- 1
যে কারণে ক্রিকেট ছাড়লেন ২১ বছর বয়সী প্রান্তিক নাবিল
- 2
চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকা ক্রিকেটারদের শক্তিশালী একাদশ
- 3
চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি বাড়ল; কেউ ফিরবে না খালি হাতে
- 4
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহীনসের অধিনায়ক মোহাম্মদ হারিস
- 5
সাকিব ভাইকে নিয়ে আবার কেন প্রশ্ন করলেন জানি না: শান্ত

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান
আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূচি ঘোষণা করেছে। ডাবলিনের ক্যাসেল এভিউনিউতে, মে মাসের ১০, ১২ ও ১৪ তারিখ অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের সামনে আরো ১২ টি ২০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ থাকছে।
আয়ারল্যান্ডে উড়াল দেওয়ার আগে নিউজিল্যান্ড দল আসবে পাকিস্তানে। এপ্রিলে পাকিস্তান ও নিউজিল্যান্ড খেলবে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ। এপ্রিলের ১৮ তারিখ শুরু হবে প্রথম ম্যাচে, সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত ২৭ এপ্রিল। তার আগে অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে মে মাসের ২২ তারিখ থেকে সিরিজ খেলবে পাকিস্তান।
এর আগে গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর করে পাকিস্তান। যেখানে দুই দল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয়।
এর আগে ২০১৮ সালে আয়ারল্যান্ডের অভিষেক টেস্ট ম্যাচে পাকিস্তান দল সেখানে সফর করে। সেটাই ছিল দুই দলের মুখোমুখি শেষ দেখা অবশ্য ২০২০ সালে ডাবলিনে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তানের। সেটি কোভিড-১৯ এর কারণে বাতিল হয়ে যায়।
অন্যদিকে আয়ারল্যান্ড পাকিস্তানের সাথে লড়তে যাচ্ছে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর। আবু ধাবিতে অবশ্য প্রথম টেস্ট ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছিল আইরিশরা।
নেদারল্যান্ডসের বিপক্ষেও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। এ বছরের মে তে হওয়ার কথা থাকলেও, গত বছর নভেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধে সেই সিরিজ স্থগিত হয়ে যায়। খেলোয়াড়দের ওয়ার্কলোড কমানোর জন্যই বোর্ডের এমন ভাবনা ছিল। যদিও সিরিজটি পুনরায় হওয়ার ব্যাপারে আলোচনা চলমান রয়েছে।