Image

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড ঘোষণা

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ (৭ আগস্ট) বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই সিরিজ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 

২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট, ২য় টেস্ট করাচিতে শুরু হবে ৩০ আগস্ট। 

দুই টেস্ট সামনে রেখে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে জানানো হয়েছে ১১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে অনুশীলন করবে স্কোয়াডের সদস্যরা। বাংলাদেশ দল পাকিস্তানে পৌছানোর কথা ১৭ আগস্ট। 

১৭ সদস্যের পাকিস্তান স্কোয়াডের অধিনায়ক শান মাসুদ। বাঁহাতি মিডল অর্ডার সউদ শাকিল আছেন তাঁর ডেপুটি হিসাবে। শাহীন শাহ আফ্রিদিকে সহ অধিনায়কের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায়। 

১৭ জনের মধ্যে ১৩ জনই অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের অংশ ছিল। মোহাম্মদ হুরাইরা, কামরান গুলাম ও মোহাম্মদ আলি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জায়গা করে নিয়েছেন। নাসিম শাহ লাল বলের ক্রিকেটে ফিরেছেন ১৩ মাস পরে। 

ইমাম উল হক, ফাহিম আশরাফ, হাসান আলি, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলি ও সাজিদ খান জায়গা হারিয়েছেন। ইনজুরির কারণে বিবেচিত হননি হাসান আলি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। 

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড- 

শান মাসুদ (অধিনায়ক), সউদ শাকিল (সহ অধিনায়ক), আমির জামাল (ফিটনেসের ওপর নির্ভরশীল), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three