চট্টগ্রাম টেস্ট শেষ রাজিথার, দলে ঢুকলেন আসিথা
- 1
রিশাদ ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে, উন্নতি করেছেন পারভেজ ইমন
- 2
টানা দুই শিরোপা জয়ের খুব কাছে রংপুর রাইডার্স
- 3
দক্ষিণ আফ্রিকায় টাইগার যুবাদের দারুণ শুরু
- 4
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আন্দ্রে রাসেলের, শেষ মঞ্চ স্যাবাইনা পার্কেই
- 5
নারী ক্রিকেটারদের ব্যস্ত মৌসুম, ২০২৫-২৬ ক্যালেন্ডার ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

চট্টগ্রাম টেস্ট শেষ রাজিথার, দলে ঢুকলেন আসিথা
চট্টগ্রাম টেস্ট শেষ রাজিথার, দলে ঢুকলেন আসিথা
শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ পেসার কাসুন রাজিথা মিস করতে যাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। পিঠের উপরের দিকে চোট পেয়ে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন রাজিথা। তিন পেসার নিয়ে গঠিন লঙ্কান একাদশ, সিলেট টেস্টে দারুণ ভূমিকা পালন করেছে। রাজিথার এই চোটে কিছুটা ভুগতে হবে উড়তে থাকা লঙ্কানদের।
পূর্ণ বিশ্রাম ও পুনর্বাসনের জন্য রাজিথাকে শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে। পিঠের পেছনে চোটের কারণে চট্টগ্রাম টেস্ট খেলতে পারছেন না এই পেসার। সিলেটে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে বাংলাদেশি ব্যাটারদের কাছে হাজির হয়েছিলেন চ্যালেঞ্জ হয়ে। প্রথম ইনিংসে ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন রাজিথা।
রাজিথার পরিবর্তে ২৬ বছর বয়সী ডান-হাতি পেসার আসিথা ফার্নান্দো সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা স্কোয়াডে। আসিথার থাকার কথা ছিল প্রথম ম্যাচে। তবে তিনিও চোটে পড়েন। ধারণা করা হচ্ছিল পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। তবে দ্রুত ফিরে আসতে পারায় রাজিথার বদলি হিসেবে সুযোগ হচ্ছে তার।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে একাদশে ছিলেন আসিথা। মোট ১৩ টি টেস্ট ম্যাচ খেলে ৪১ টি উইকেট সংগ্রহ করেন তিনি।
চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ মার্চ থেকে।