সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত

সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত

সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত

প্রথম ওয়ানডেতে ৯২ রানে বিধ্বস্ত হওয়ার পরে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ আফগানদের হারায় ৬৮ রানের ব্যবধানে। দুই দলই একটি করে ম্যাচ জিতে সিরিজে এখন বিরাজ করছে ১-১ এ সমতা। তবে প্রথম ম্যাচে এত বাজে ভাবে হারের পর এখনো সিরিজ জেতার ভালো সুযোগ থাকছে টাইগারদের সামনে। প্রথম ম্যাচ হেরে মেহেদী হাসান মিরাজ বলেছিলেন এই কথা, এবার দ্বিতীয় ম্যাচ জিতে নাজমুল হোসেন শান্তও শোনালেন একই কথা।

এখনো সিরিজ জেতা সম্ভব জানিয়ে ম্যাচের পরে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, "আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে ফলাফল নিয়ে চিন্তা না করে যদি প্রসেসটা ফলো করি, বিশ্বাস করি যে প্ল্যান করেছি, একজন আরেকজনকে বিশ্বাস করি, তাহলে সিরিজ জেতা সম্ভব। আমি আসলে ফলাফলে বিশ্বাস করি না, প্রসেস যদি ঠিক থাকে প্লেয়াররা যদি ১০০% মাঠে দেয়, তাহলে আমি খুশি। আমি বিশ্বাস করি যদি প্রসেস ফলো করি, ১০০% মাঠে দিলে আমরা বেশিরভাগ ম্যাচ জিতব।"

এখনো উন্নতির জায়গা আছে জানালেন শান্ত। সেই সাথে জাকের আলি অনিকের স্টাম্পিং মিসের ব্যাপারে শান্তর ভাষ্য, স্ট্যাম্পিং করার সময় ছিলোনা। এখানে জাকেরের কোনো ভুল দেখছেন না শান্ত।

"এই ম্যাচে যে আমরা ১০০% করতে পেরেছি এমনও না, উন্নতির জায়গা আছে। জাকের  স্টাম্পিংয়ের ব্যাপারটা আসলে ওইটা স্টাম্পিং আসলে ছিল না। ডাউন দ্যা উইকেটে গিয়েছিল, কিন্তু বলটা এত আস্তে গিয়েছে ওইখান থেকে স্টাম্পিংয়ের সময়টাও ছিল না। এর আগেই ব্যাটার ফিরে গেছে। এখানে কিপারের কোনো ভুল ছিল না। ২-১টা জায়গা এরকম হতে পারে। তবুও আমার মনে হয় অবশ্যই এই জায়গাগুলো যদি ঠিক করতে পারি তাহলে আরও আরামে জিততে পারব। সামনে বড় বড় ম্যাচে এগুলো আমাদের সাহায্য করবে।"